মায়ের ভালোবাসার একটি নমুনা
লিখেছেন লিখেছেন আব্দুর-রহিম ০৯ নভেম্বর, ২০১৪, ১২:৪২:৩১ দুপুর
মায়ের ভালোবাসার একটি নমুনা দেখাই আজ আপনাদের।।
ঘটনাটি ঘটে ভারতের নিউ দিল্লিতে।। একটি বানর মাতা তার ছোট বাচ্চাটিকে নিয়ে রাস্তা পার হচ্ছিল।। হটাত একটি মোটর বাইকের ধাক্কায় বাচ্চাটি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে (১নং ছবি)।। ঠিক এই সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ক্ষুধার্ত কুকুর দৌড়ে আসে বাচ্চাটিকে ছিঁড়ে খাবার জন্য (২নং ছবি)।। বানর মাতা তারস্বরে চিৎকার করতে থাকে এবং বাঁধা দিতে থাকে কুকুরটিকে।। শেষে না পেরে একসময় বানর মাতা কুকুরটির গা কামড়ে ধরে (৩নং ছবি)।। এমন দৃঢ় প্রতিজ্ঞ মায়ের সামনে কুকুর কেন, পৃথিবীর কোন অশুভ শক্তি কি পারবে দাঁড়িয়ে থাকতে?? কুকুরটি পরাজয় মেনে নিয়ে দৌড়ে পালিয়ে যায় (৪নং ছবি)।। আর এভাবেই বানর মাতা রক্ষা করে তার বাচ্চাটিকে।। হাজার হাজার মানুষের চোখের সামনে ঘটে এই ঘটনাটি।। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নি।। শুধু পাশে ছিলো মা।। প্রাণপ্রিয় মা।।
যুগে যুগে মায়েরা সবসময় তাদের সন্তানকে এভাবেই বাঁচিয়ে রাখেন প্রকৃতির সাথে যুদ্ধ করে।। কথায় বলে, সন্তানকে বাঁচানোর জন্য নাকি মা নিজের জীবন পর্যন্ত দিতে পারেন।। আসলেই তাই।। মা[/b]য়েরা যেভাবে নিজের স্বার্থ ত্যাগ করে নিরলসভাবে সন্তানের মঙ্গলের জন্য কাজ করেন তা পৃথিবীর আর কাউকে দিয়ে আসা করা যায় না।।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা প্রত্যেকের মাকে অনেক অনেক সুখী রাখতে পারি।। আমীন।।
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন