♣♣♣♣←শিরক করা→♣♣♣♣
লিখেছেন লিখেছেন একলা আগুন্তক ১০ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪৯:৫০ রাত
ইসলামে শিরক করা সম্পূর্ণ হারাম।এটাও বলা আছে শিরক'কারী কখনও
বেহেশতে যাবে না।আল্লাহ তায়ালা ঠিক কি কারনে ইবলিশ এবং ফেরেশতাদের শিরক করতে বাধ্য করলেন???
যেখানে এটাও আছে যে আল্লাহ ব্যতিত অন্য কাউকে সেজদা করলে সে শিরক করল.... কোরয়ানে বলা হয়েছে→
ﻭَﺇِﺫْ ﻗُﻠْﻨَﺎ ﻟِﻠْﻤَﻼَﺋِﻜَﺔِ ﺍﺳْﺠُﺪُﻭﺍْ ﻵﺩَﻡَ ﻓَﺴَﺠَﺪُﻭﺍْ ﺇِﻻَّ ﺇِﺑْﻠِﻴﺲَ ﺃَﺑَﻰ ﻭَﺍﺳْﺘَﻜْﺒَﺮَ
ﻭَﻛَﺎﻥَ ﻣِﻦَ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ
এবং যখন আমি হযরত আদম (আঃ)-
কে সেজদা করার জন্য
ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলীস
ব্যতীত সবাই সিজদা করলো। সে (নির্দেশ)
পালন করতে অস্বীকার করল এবং অহংকার
প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অন্তর্ভূক্ত
হয়ে গেল।
(সূরা বাক্বারা'র চৌত্রিশ নাম্বার আয়াত)>
বিষয়: বিবিধ
১০০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন