ইসলামের নারী অধিকার.......................

লিখেছেন লিখেছেন মুক্তিযুদ্ধের কন্যা ০২ জানুয়ারি, ২০১৫, ০৯:৫২:৪১ সকাল

১। ইসলামে নারী অধিকার :

বলা হয় ইসলাম নারীকে সর্বচ্চ সম্মান দিয়েছে, সমঅধিকার দিয়েছে।

-- অথচ ইসলামী বিধানে নারীর স্বাক্ষ পুরুষের অর্ধেক।

পৈত্রিক সম্পত্তি নারীর অংশ পুরুষের অর্ধেক। এই বৈষম্যটি জায়েজ করার জন্য মূর্খ মোল্লারা কিছু ধানাইপানাই যুক্তি দেখায়! বলা হয় নারী নাকি তার স্বামীর সম্পুত্তি থেকে কিছু পায়, মা'য়ের কাছ থেকেও নাকি পায়। অথচ ইসলাম ধর্মে পুরুষের চার বিয়ে হালাল, মৌখিক তালাক হালাল, স্ত্রী প্রহার করা হালাল। এ যেন বানরের পিঠা ভাগ। সুতরাং স্ত্রী কে মারধর করে মৌখিক তালাক দিয়ে দিয়ে দিলেই কিচ্ছা খতম। আরো বলা হয় নারীর অর্জিত অর্থ/সম্পদ পুরোটাই তার। এখানে অন্য কারো ভাগ নেই। কি হাস্যকর যুক্তি। অথচ এই ইসলাম নারীকে ঘরের চার দেয়ালের অন্ধকারে অবস্থন করতে কঠর নির্দেশ জারি করেছে। নারীর একাকি চলাফেরাও নিষিদ্ধ। তাহলে ইসলামের নারী নামক গৃহপালিত পশু আয়রোজগার করবে কি ভাবে? সভ্য যুগে এই বর্বর বিধান চিন্তা করতেও কষ্ট হয়।

-- আজকের দুনিয়ায় মেয়েরা রকেট চালিয়ে মহাশুন্যের অজানা গ্রহ/নক্ষত্র খুঁজে বেড়ায়। অথচ ইসলাম ধর্মে মাহরাম ছাড়া ঘরের বাইরে যাওয়া হারাম। মারহাবা ইসলাম!!!

--- ইসলাম ধর্মে ৬০ বছরের বুড়োও ইছ্ছে করলে pre-pubescent শিশু বালিকার সথে বিয়ের নামে যৌনতা করতে পারেন। এটা ইসলাম ধর্মে বৈধ এবং নবীর সুন্নত। ইসলামের নবী নিজেও pre-pubescent বালিকার সাথে যৌনতা করেছন। অথচ pre-pubescent শিশুর সাথে যৌনতা আজকের আন্তর্জাতিক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

-- ইসলাম ধর্মে নারী ধর্ষন বৈধ। একজন মুসলিম পুরুষের জন্যে চার পত্নি (Quran 4:3), উপপত্নি, দাসী (Quran 23:5-7, 70:29-30, Malik’s Muwatta hadis 2:23:90, 28:14:33, 28:14:38), যুদ্ধ বন্দিনি (Sahih Muslim 8:3373, 8:3383, 8:3432, Sahih Bukhari 7:62:137, 9:93:506, 5:59:459, Abu Dawud 11:2166) -দের সাথে যৌন সম্পর্ক করা বৈধ । মানুষ হিসেবে আপনার কেমন লাগবে যখন আপনার ধর্ম আপনাকে শেখাচ্ছে বিবাহ বহির্ভুত যৌনসম্পর্ক, পরকীয়া, ধর্ষন, বহুবিবাহ ?

একজন মহিলা কি নিজ বাড়িতে তার স্বামীর সঙ্গে sex slaves দের যৌন সম্পর্ক মেনে নেবেন ? কেন নয় যখন তার অনুমোদন এসেছে আল্লাহর কাছ থেকে। এবং যার চর্চা নবী মুহম্মদও করে গেছেন। (Quran 23:5-7, 70:29-30, Malik’s Muwatta hadis 2:23:90, 28:14:33, 28:14:38, Sahih Bukhari 9:89:321)

বিষয়: বিবিধ

১৭৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298735
০২ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : যতগুলো বিষয় ইসলামের বিরুদ্ধে উপস্থাপন করেছেন, সেগুলোর (শুধু পর্দা ছাড়া) প্রয়োগ ইসলামে নাকি অন্যান্য ধর্মে বেশি, চোখ কান খুলে দেখে নিন, তারপর বিষোদ্গার করবেন।
প্রতি মন্তব্য নিষ্প্রয়োজন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File