লৌকিকতা_ও_খ্যাতির_আকাঙ্ক্ষা (লোকদেখানো আমল হলো গুপ্ত শিরক)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৩ জানুয়ারি, ২০২১, ০৫:০৭:২৮ বিকাল

বিসমিল্লাহির রাহমানির রাহীম

عَن جُندُبِ بنِ عَبدِ اللهِ بنِ سُفيَان قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللهُ بِهِ

বাংলা: জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফইয়ান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি শোনাবে, আল্লাহ তা শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি দেখাবে, আল্লাহ তা দেখিয়ে দিবেন। (বুখারী:৬৪৯৯)

হাদীসটির ভিন্ন ভাষ্য-

مَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ ‏"‏ .‏ (মুসলিম:২৯৮৭)

مَن يُرائي يُرائي اللَّهُ بِهِ ، ومَن يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ (তিরমিযী:২৩৮১)

#আলোচনা: মানুষকে শোনানোর জন্য বা দেখানোর জন্য যে সৎ আমল করা হয় তা আল্লাহ তাআলা মানুষকে শোনানো বা দেখানোর ব্যবস্থা করে দেবেন, এতে সে দুনিয়াতে হবে লাঞ্ছিত ও অপমানিত এবং পরকালে এই ধরণের নেক আমলের কোনো প্রতিদান পাবে না। অপর বর্ণনায় এসেছে-

আব্দুল্লাহ বিন আমর্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি লোককে শোনাবার জন্য আমল করবে আল্লাহ তার সেই (বদ নিয়তের) কথা সারা সৃষ্টির সামনে প্রকাশ করে তাকে ছোট ও লাঞ্ছিত করবেন। (সহীহ আত তারগীব:২৩)

রিয়া/লোকদেখানো, খ্যাতি প্রদর্শন কিংবা পার্থিব স্বার্থসিদ্ধির জন্য কৃত আমলের পরিণতি:

লোকদেখানো আমল হলো ছোট শিরক বা গুপ্ত শিরক। (দ্রষ্টব্য: ইবনে খুযাইমা: ৯৩৭, সহীহ আত তারগীব: ২৯,৩১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল! এই শির্ক থেকে বাঁচো। যেহেতু তা পিঁপড়ের চলন অপেক্ষা গুপ্ত। (মুসনাদে আহমাদ:১৯৬২২)

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি পার্থিব কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে পরকালের কর্ম করবে তার জন্য পরকালে প্রাপ্য কোনো অংশ নেই।" (সহীহ ইবনে হিব্বান:৪০৫)

আমাদের নেক আ'মল তথা পরকালীন কল্যাণে যে কোনো আ'মল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন-

"তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং নামায কায়েম করতে ও যাকাত প্রদান করতে। আর এটাই সঠিক ধর্ম।" (সূরা বাইয়িনাহ্: ৫)

#বর্ণনাকারী: জুনদুব ইবনে আব্দুল্লাহ, আবূ সাঈদ খুদরী, ইবনে আব্বাস (রা.) ইবনে উসমান (রা.)

#মান:সহীহ

#গ্রন্থ: সহীহ বুখারী:৬৪৯৯, সহীহ ইবনে হিব্বান:৪০৬, জামিউস সগীর:৯০৮৩, সহীহুল জামে':৬৬০৯, মুসনাদে আহমাদ:১১৩৫৭

#সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম (#নীলমুসাফির)

#দরসে_হাদীস

বি

عَن جُندُبِ بنِ عَبدِ اللهِ بنِ سُفيَان قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللهُ بِهِ

বাংলা: জুনদুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফইয়ান (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি শোনাবে, আল্লাহ তা শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি দেখাবে, আল্লাহ তা দেখিয়ে দিবেন। (বুখারী:৬৪৯৯)

হাদীসটির ভিন্ন ভাষ্য-

مَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ ‏"‏ .‏ (মুসলিম:২৯৮৭)

مَن يُرائي يُرائي اللَّهُ بِهِ ، ومَن يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ (তিরমিযী:২৩৮১)

#আলোচনা: মানুষকে শোনানোর জন্য বা দেখানোর জন্য যে সৎ আমল করা হয় তা আল্লাহ তাআলা মানুষকে শোনানো বা দেখানোর ব্যবস্থা করে দেবেন, এতে সে দুনিয়াতে হবে লাঞ্ছিত ও অপমানিত এবং পরকালে এই ধরণের নেক আমলের কোনো প্রতিদান পাবে না। অপর বর্ণনায় এসেছে-

আব্দুল্লাহ বিন আমর্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি লোককে শোনাবার জন্য আমল করবে আল্লাহ তার সেই (বদ নিয়তের) কথা সারা সৃষ্টির সামনে প্রকাশ করে তাকে ছোট ও লাঞ্ছিত করবেন। (সহীহ আত তারগীব:২৩)

রিয়া/লোকদেখানো, খ্যাতি প্রদর্শন কিংবা পার্থিব স্বার্থসিদ্ধির জন্য কৃত আমলের পরিণতি:

লোকদেখানো আমল হলো ছোট শিরক বা গুপ্ত শিরক। (দ্রষ্টব্য: ইবনে খুযাইমা: ৯৩৭, সহীহ আত তারগীব: ২৯,৩১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল! এই শির্ক থেকে বাঁচো। যেহেতু তা পিঁপড়ের চলন অপেক্ষা গুপ্ত। (মুসনাদে আহমাদ:১৯৬২২)

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি পার্থিব কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে পরকালের কর্ম করবে তার জন্য পরকালে প্রাপ্য কোনো অংশ নেই।" (সহীহ ইবনে হিব্বান:৪০৫)

আমাদের নেক আ'মল তথা পরকালীন কল্যাণে যে কোনো আ'মল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন-

"তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং নামায কায়েম করতে ও যাকাত প্রদান করতে। আর এটাই সঠিক ধর্ম।" (সূরা বাইয়িনাহ্: ৫)

#বর্ণনাকারী: জুনদুব ইবনে আব্দুল্লাহ, আবূ সাঈদ খুদরী, ইবনে আব্বাস (রা.) ইবনে উসমান (রা.)

#মান:সহীহ

#গ্রন্থ: সহীহ বুখারী:৬৪৯৯, সহীহ ইবনে হিব্বান:৪০৬, জামিউস সগীর:৯০৮৩, সহীহুল জামে':৬৬০৯, মুসনাদে আহমাদ:১১৩৫৭

#সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম (#নীলমুসাফির)

#দরসে_হাদীস

বিষয়: সাহিত্য

৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File