সর্বোত্তম মুসলিম কারা বা তাদের বৈশিষ্ট্য কী
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৩:২৯ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহীম
১. উত্তম চরিত্র/নৈতিকতায় সর্বোত্তম:
আল্লাহর রাসূল সা. বলেছেন: إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا (তোমাদের মাঝে উত্তম সে লোক যার চরিত্র উত্তম।) দ্রষ্টব্য: (সহীহ বুখারী: ৩৩৬৬, মুসলিম: ২৩২১)1
২. কুরআন শিক্ষা করা ও শিক্ষা দেয়া:
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ خَيْرُكُمْ مَنْ تَعْلَّمَ الْقُرْاٰنَ وَعَلَّمَه তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং তা (মানুষকে) শিক্ষা দেয়। (বুখারী:৪৭৩৯)2
৩. বয়স বেশি ও আমল সুন্দর:
خياركم أَطْوَلُكُمْ أَعْمَارًا وَأَحْسَنُكُمْ اعمالا
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যার বয়স বেশি এবং যার আ'মল ভালো। (মুসনাদে আহমাদ:৭১৭১, মিশকাত: ৫১০০)3
৪. যার থেকে কল্যাণ ও অনিষ্ট থেকে নিরাপত্তা আশা করা যায়:
خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে ভালো সে ব্যক্তি, যার ভালো কাজের আশা করা যায় এবং যার মন্দ থেকে নিরাপত্তা আশা করা যায়। ( মিশকাত: ৪৯৯৩, তিরমিযী: ২২৬৩)4
৫. পরিবারের কাছে উত্তম:
خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে স্বীয় পরিবারের নিকট উত্তম। (মিশকাত: ৩২৫২)5
৬.ঋণ পরিশোধে যে উত্তম:
خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে উত্তম লোক সেই, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে। (বুখারী: ২২৬৩, মুসলিম: ১৬০১)6
৭. স্ত্রীর কাছে উত্তম:
وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যেসব লোক নিজেদের স্ত্রীদের নিকট উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম। (তিরমিযী: ১১৬২)7
৮. সালাতের কাতারে (পার্শ্ববর্তীর জন্য) কাঁধকে নরম/শিথিল করে দেয়া:
خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلَاةِ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যকার উৎকৃষ্ট হচ্ছে ঐসব লোক, যারা সলাতের মধ্যে নিজেদের কাঁধ বেশি নরম করে দেয়। (আবু দাউদ: ৬৭২)8
৯. খাবার খাওয়ানো বা অন্নদান:
خِيَارُكُم مَن أَطعَمَ الطَّعَامَ
সুহাইব কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে অন্নদান করে। (সহীহ আত তারগীব: ৯৪৮)9
১০. যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়:
الذين إذا رؤوا ذكر الله عز وجل
রাসূলুল্লাহ সা. বলেন: তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যাদের দেখলে মহান আল্লাহ তা'আলার কথা স্মরণ হয়। (মাজমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ: ১৩১৩৮, আহমাদ: ২৭০৫২)10
১১.যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ:
আবূ মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলাম, ‘হে আল্লাহর রাসূল! সর্বোত্তম মুসলিম কে?’ তিনি বললেন, “যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে।” (সহীহুল বুখারী: ১১, মুসলিম: ৪২)
টিকা:
1. عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَمْ يَكُنْ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَكَانَ يَقُوْلُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে চরিত্রে/ নৈতিকতায় সর্বোত্তম। (বুখারী, অধ্যায়ঃ ৬১/ মর্যাদা ও বৈশিষ্ট্য (كتاب المناقب), হা: ৩৩৬৬, কিতাবুল আদাব, হা: ৫৭৮৮)
মুসলিমের বর্ণনায় এসেছে এভাবে-
মাসরুক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা 'আবদুল্লাহ ইবনু 'আমর (রাযিঃ) এর নিকট গিয়েছিলাম যখন মু'আবিয়াহ্ (রাযিঃ) কুফায় এসেছিলেন। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বর্ণনা দিয়ে বললেন, তিনি অশ্লীল ছিলেন না এবং অশ্লীল কথা বলতেন না। তিনি আরো বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মাঝে উত্তম সে লোক যার চরিত্র উত্তম। (সহীহ মুসলিম, অধ্যায়ঃ ৪৪,ফাযীলাত (كتاب الفضائل), হা: ২৩২১, মুসনাদে বাযযার: ২৩১৭, তিরমিযী: ১৯৭৫, মুসনাদে আহমাদ:৬৪৬৮, মুছান্নাফে ইবনে আবী শাইবাহ: ৩৪৮৭, বাইহাকীর সুনানুল কুবরা: ২০১৭৬)
2. عَنْ عُثْمَانَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: خَيْرُكُمْ مَنْ تَعْلَّمَ الْقُرْاٰنَ وَعَلَّمَه. رَوَاهُ البُخَارِىُّ
‘উসমান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং তা (মানুষকে) শিক্ষা দেয়। (বুখারী, ফাযায়েলুল কুরআন অধ্যায়, হা: ৪৭৩৯; সুনানে আবু দাউদ: ১৪৫২, তিরমিযী: ২৯০৭,২৯০৮, ইবনে মাজাহ: ২১১, মুসনাদে আহমাদ: ৪০৭,৪১৪, ৫০২, সুনানে দারেমী: ৩৩৩৮, বাইহাকীর সুনানুল কুবরা: ২২০২, মুসনাদে বাযযার: ৩৯৬, মুছান্নাফে আব্দুর রাজ্জাক: ৫৯৯৫)
বিশেষ দ্রষ্টব্য: মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ ও মুসনাদে বাযযারের বর্ণনায় এসেছে, হাদীসটি বর্ণনায় বর্ণনাকারী শো'বা বর্ণনা করেন خَيْرُكُمْ শব্দে (সর্বোত্তম ব্যক্তি) আর সুফিয়ান সাওরী রহ. বর্ণনা করেন, أَفْضَلُكُمْ (সবচেয়ে মর্যাদাবান) শব্দে। দেখুন, ইবনে মাজাহ: ২১১ বা মুসনাদে বাযযার: ৩৯৬
3. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخيركم قالوا نعم يا رسول الله قال خياركم أطولكم أعمارا وأحسنكم أعمالا
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কি বলে দেব না যে, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে? সহাবায়ে কিরাম বললেনঃ জ্বী হ্যাঁ, হে আল্লাহর রসূল! তিনি বললেনঃ তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যার বয়স বেশি এবং তার আমল সুন্দর। (মুসনাদে আহমাদ:৭১৭১, মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, যুহদ অধ্যায়, হা: ৪৯৮৯, বাইহাকীর সুনানুল কুবরা: ৬৩৯৩-৬৩৯৪) হাদীসটি জাবের ইবনে আব্দুল্লাহ রা. সূত্রে বর্ণনা করেন ইমাম বাইহাকী ও ইমাম হাকেম (রহ.) দ্রষ্টব্য: আল মুসতাদরাক আল হাকেম: ১২৯৫, বাইহাকীর সুনানুল কুবরা: ৬৩৯৩।
অপর বর্ণনাটি এরূপ-
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم أطولكم أعمارا وأحسنكم أخلاقا
তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যার বয়স বেশি এবং তার আমল সুন্দর অথবা যার চরিত্র ভালো। দ্রষ্টব্য: আহমাদ: ৮৯৮২
عن عبد الله بن بسر أن أعرابيا قال لرسول الله صلى الله عليه وسلم : أي الناس خير ؟ قال : من طال عمره وحسن عمله .
দ্রষ্টব্য: মুসান্নাফে ইবনে আবী শাইবাহ:৪৯৮৯
4. عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ عَلَى أُنَاسٍ جُلُوسٍ فَقَالَ " أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ " . قَالَ فَسَكَتُوا فَقَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ فَقَالَ رَجُلٌ بَلَى يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا . قَالَ " خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ وَشَرُّكُمْ مَنْ لاَ يُرْجَى خَيْرُهُ وَلاَ يُؤْمَنُ شَرُّهُ "
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট কতিপয় সাহাবীর নিকট এসে দাঁড়িয়ে বললেনঃ আমি কি তোমাদেরকে অবহিত করব না তোমাদের মধ্যে কে ভালো লোক এবং কে খারাপ লোক? রাবী বলেনঃ এটা শুনে সহাবায়ে কিরাম চুপ রইলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি তিনবার বললেন। তখন এক ব্যক্তি বলল : জ্বী হ্যাঁ, হে আল্লাহর রসূল! আমাদের ভালো লোকেদেরকে খারাপ লোক থেকে পৃথক করে দেখিয়ে দিন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমাদের মধ্যে ভালো সে ব্যক্তি, যার থেকে ভালো আশা করা যায় এবং যার মন্দ থেকে নিরাপত্তা আশা করা যায়। আর তোমাদের মধ্যে খারাপ সে ব্যক্তি, যার ভালো কাজের আশা করা যায় না, যার অনিষ্টতা থেকে নিরাপত্তার আশা করা যায় না। ( তিরমিযী, কিতাবুল ফিতান, হা: ২২৬৩, সহীহ ইবনে হিব্বান: ৫২৭, মুসনাদে আহমাদ: ৮৫৯৪/২৭৪২৪, মিশকাত: ৪৯৯৩)
5. عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ "
আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মাঝে সে-ই ভাল যে তার পরিবারের নিকট ভাল। আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম। আর তোমাদের কোনো সঙ্গী মৃত্যুবরণ করলে তার সমালোচনা পরিত্যাগ করো। (জামে তিরমিযী, অধ্যায়ঃ রাসূলুল্লাহ ﷺ ও তার সাহাবীগণের মর্যাদা (كتاب المناقب عن رسول الله ﷺ) হা: ৩৮৯৫, সুনানে দারিমী: ২২৬০, মু'জামুল আওসাত: ৬১৪১, আল-ফাওয়ায়িদ: ৩০৬, বাইহাকীর সুনানুল কুবরা: ১৫২২২, মুসনাদে বাযযারে ইবনে যুবাইর রা. ও আব্দুর রহমান সূত্রে: ৯৮৪)
6. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنْ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ أَعْطُوهُ فَطَلَبُوا سِنَّهُ فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا فَقَالَ أَعْطُوهُ فَقَالَ أَوْفَيْتَنِي وَفَى اللهُ بِكَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যিম্মায় একজন লোকের এক নির্দিষ্ট বয়সের উট ঋণ ছিল। লোকটি তাঁর নিকট সেটির তাগাদা করতে আসল। তিনি সাহাবীদের বললেন, তাকে একটি উট দিয়ে দাও। তাঁরা সে বয়সের উট তালাশ করলেন। কিন্তু তার চেয়ে বেশী বয়সের উট ছাড়া পাওয়া গেল না। তিনি বললেন, সেটি তাকে দিয়ে দাও। লোকটি বলল, আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন, আল্লাহ আপনার পূর্ণ বদলা দিন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে উত্তম লোক সেই, যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে। (বুখারী,অধ্যায়ঃ ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, নিষেধাজ্ঞা আরোপ ও দেউলিয়া ঘোষণা (كتاب فى الاستقراض) হা: ২২৬৩, মুসলিম: ১৬০১, তিরমিযী: ১৩১৬, নাসাঈ: ৪৬১৮, মুসনাদে আহমাদ: ৮৮৬২, বাইহাকীর সুনানুল কুবরা: ১০৮০১, মুছান্নাফে আব্দুর রাজ্জাক: ১৪১৫৭)
7. عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا "
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ মুসলমান হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। যেসব লোক নিজেদের স্ত্রীদের নিকট উত্তম তারাই তোমাদের মধ্যে অতি উত্তম। (তিরমিযী, অধ্যায়ঃ শিশুর দুধপান (كتاب الرضاع) হা: ১১৬২, মুসনাদে আহমাদ: ৭৩৫৪, ৯৭৫৬, মুছান্নাফে ইবনে আবী শাইবাহ: ৩৪৮৭, তাবারানীর মু'জামুল আওসাত: ৪৪১৭)
8. عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلَاةِ "
ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যকার উৎকৃষ্ট হচ্ছে ঐসব লোক, যারা সলাতের মধ্যে নিজেদের কাঁধ বেশি নরম করে দেয়। (সুনানে আবু দাউদ, অধ্যায়ঃ ২/ সালাত (كتاب الصلاة) হা: ৬৭২, বাইহাকীর সুনানুল কুবরা: ৫০৬৫, সহীহ ইবনে খুযাইমাহ: ১৫৬৬; তাছঅড়া-
ইবনে উমার রা. সূত্রেও হাদীসটি বর্ণিত আছে, তাবারানীর মু'জামুল আওসাত: ৫২৩৬, মু'জামুল কাবীর: ১৩৪৯৪; যায়েদ ইবনে আসলাম সূত্রে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ২৪৮০)
9. عَن صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللهِﷺ خِيَارُكُم مَن أَطعَمَ الطَّعَامَ
সুহাইব কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে অন্নদান করে। (সহীহ তারগীব: ৯৪৮, বিস্তারিতরূপে-মুসনাদে আহমাদ: ২৩৪০৮, শরহে মা'আনিল আসার: ৭২৪৮)
10. عن أسماء بنت يزيد أن النبي صلى الله عليه وسلم قال ألا أخبركم بخياركم قالوا بلى يا رسول الله قال الذين إذا رءوا ذكر الله تعالى ثم قال ألا أخبركم بشراركم المشاءون بالنميمة المفسدون بين الأحبة الباغون للبرآء العنت
আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে : আমি কি তোমাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তিদের কথা জানিয়ে দিবো না? তারা বলেন, হাঁ, হে আল্লাহর রাসূল! তিনি বলেনঃ তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যাদের দেখলে মহান আল্লাহর স্মরণ হয়। আমি কি তোমাদের মধ্যকার মন্দলোক সম্পর্কে সংবাদ দেবো না? তারা হলো, পরচর্যার মাধ্যমে মানুষের দুর্নামকারী, ভালোবাসার সম্পর্কের মাঝে বিরোধ সৃষ্টিকারী, নির্দোষের প্রতি অপবাদ আরোপকারী। (মাজমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ: ১৩১৩৮, আহমাদ: ২৭০৫২, ২৭০৫৪, তাবারানীর মু'জামুল কাবীর: ৪২৩, ৪২৫) বি. দ্র: হাদীসটি ইবনে মাজাহর সূত্রে দূর্বল বলেছেন, শায়খ নাসিরুদ্দীন আলবানী রহ. দ্রষ্টব্য: সুনানে ইবনে মাজাহ: ৪১১৯
তবে মুসনাদে আহমাদের সনদ সহীহ। বর্ণনাকারী শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল ও আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা)
সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন