পথভ্রষ্ট নেতা/ বন্ধু (যারা রাসূলের আদর্শ ত্যাগ করে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে) পরকালীন আফসোসের কারণ

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৮ জানুয়ারি, ২০১৯, ০৮:১১:৩২ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহীম

لَيْتَنِي বা " হায় আফসোস" শব্দটি এসেছে কুরআনের ৮টি আয়াতে। এর মাঝে পরকালীন আফসোসের আয়াত ৫টি।

وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا

অপরাধী সেদিন স্বীয় হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, ‘হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম। ( সূরা ২৫ ফুরকান:২৭)

(মুক্তির একমাত্র পথই হলো রাসূলের পথ তথা সুন্নাতে রাসূল, এটাই সীরাতে মুস্তাকিম)

يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا

হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম'। (২৫:২৮)

@(বেশির ভাগ লোকদের পথভ্রষ্ট হওয়ার কারণ অসৎ বন্ধু ও খারাপ সঙ্গীদের সাথে উঠা বসা। সেই জন্য হাদীসে সৎ সঙ্গী গ্রহণ এবং অসৎ সঙ্গী বর্জন করার ব্যাপারকে (আতর-ওয়ালা ও কামারের সাথে) উদাহরণ দিয়ে স্পষ্ট করা হয়েছে। যারা রাসূলের আদর্শ ব্যতিত অন্য কারো আদর্শ গ্রহণ করে, তাদের সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে না। পরকালে এই ধরণের পথভ্রষ্ট বন্ধু ও অভিভাবকরা আপসোসের কারণ হবে।)

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ

কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হত’! (সূরা ৬৯ হাক্কাহ: ২৫)

إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا

নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী অগ্রে প্রেরণ করেছে এবং কাফির বলবে ‘হায়, আমি যদি মাটি হতাম’! (সূরা ৭৮ নাবা: ৪০)

(কিয়ামতের দিবসের আযাব সম্পর্কে বলা হচ্ছে, যা অতি নিকটেই। কেননা, তার আগমন সুনিশ্চিত সত্য। সেদিন মানুষ যখন নিজের ভয়ঙ্কর আযাব দেখে নেবে, তখন সে এই আকাঙ্ক্ষা করবে। যদি সে মাটি হতো বা তখন মাটি হয়ে যেতে পারতো, তাহলে এই আযাব থেকে বেচে যেতো।)

يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي

সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম!’ (সূরা ৮৯ ফাজর:২৪)

(তখন আর আফসোস করে কিছু হবে না। মানুষ তার কর্মের ফলস্বরূপ শাস্তি অথবা পুরস্কার লাভ করবে।)

বিষয়: বিবিধ

৫৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386319
১০ জানুয়ারি ২০১৯ দুপুর ০১:০৫
আমি আল বদর বলছি লিখেছেন : ভাল লাগলো ভাই ভালোবাসা ও দোয়া রেখে গেলাম
386335
১৩ জানুয়ারি ২০১৯ সকাল ১১:১৬
মোঃফজলুল হক লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File