পেরেশানী ও অভাব মুক্ত জীবনের জন্য করণীয়

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১০ অক্টোবর, ২০১৮, ০১:৫৭:২৪ রাত

পেরেশানী ও অভাব মুক্ত জীবনের জন্য করণীয়:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা বলেনঃ

হে আদম সন্তান! তুমি আমার ইবাদাতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। তুমি তা না করলে আমি তোমার দুইহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব-অনটন রহিত করবো না।



সূত্র: তিরমিযী: ২৪৬৬, ইবনে মাজাহ: ৪১০৭, আল মুসতাদরাক: ৩৭০৯ (হাদীসের মান সহীহ)



আল্লাহ বলেন-



যে ব্যক্তি পরলোকের ফসল কামনা করে, আমি তার জন্য পরলোকের ফসল বর্ধিত করে দিই এবং যে কেউ ইহলোকের ফসল কামনা করে, আমি তাকে তারই কিছু দিই, আর পরলোকে এদের জন্য কোন অংশ থাকবে না। (সূরা শূরা ৪২: ২০)

"যারা বিশ্বাসী হয়ে পরলোক কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদেরই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে।" (সূরা ইসরা ১৭:১৯)



সামসুল আলম

বিষয়: বিবিধ

৬৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385934
১০ অক্টোবর ২০১৮ সকাল ১০:৪৩
সত্যলিখন লিখেছেন :
385937
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:০২
আবু জারীর লিখেছেন : আল্লাহর কাছে এমন প্রাচুর্যতা কামনা করি যা নেক আমল করার জন্য সহায়ক হয়। সেই প্রাচুর্য থেকে আল্লাহর কাছে পানাহ চাই যা কুপথে নিয়ে যায়। ধন্যবাদ।
385947
১০ অক্টোবর ২০১৮ সন্ধ্যা ০৬:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
385958
১০ অক্টোবর ২০১৮ রাত ০৮:২২
কুয়েত থেকে লিখেছেন : খুবই সুন্দর লেখা ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File