দয়াশীলদের প্রতিই আল্লাহর দয়া: (দরসে হাদীস)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫১:০৫ রাত

বিসমিল্লাহির রাহমানির রাহীম

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ

বাংলা: জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তার প্রতি দয়া দেখান না, যে মানুষের প্রতি দয়া দেখায় না।

সূত্র: সহীহ বুখারী: ৬৯৪১(কিতাবুত-তাওহীদ), সুনানুল কুবরা (বাইহাকী):১৭৩৪৭, মুসান্নাফে ইবনে আবি শাইবাহ:৩৪৮৯ (কিতাবুল আদাব)

একই মর্মার্থে আরো কিছু বর্ণনা আমরা দেখতে পাই। যেমন বুখারীর কিতাবুল আদাবে (৫৬৬৭) এসেছে-

"যে দয়া করে না, তাকে দয়া করা হয় না"।


আবু দাউদে এসেছে-
"দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন।"


দ্রষ্টব্য:(আবু দাউদ: ৪৯৪১ (কিতাবুল আদাব) তিরমিযীতে অতিরিক্ত এসেছে-
"দয়া রাহমান হতে উদগত। যে লোক দয়ার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তা'আলাও তার সাথে নিজ সম্পর্ক বজায় রাখেন। যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তা'আলাও তার সাথে দয়ার সম্পর্ক ছিন্ন করেন।
(দ্রষ্টব্য: তিরমিযী: ১৯২৪)

অপর হাদীসে এসেছে-
"আল্লাহ্ তো তাঁর দয়ালু বান্দাদের প্রতিই দয়া করেন।"
(বুখারী:১২২৪, ৭০১০, সহীহ মুসলিম:৯২৩/১৫৩১ মুছান্নাফে ইবনে আবি শাইবাহ:৩৪৮৯)

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি সত্যবাদী ও সত্যবাদী বলে স্বীকৃত এই হুজরার মালিক আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ "হতভাগা ছাড়া অন্য কারো থেকে দয়ামায়া উঠিয়ে নেয়া হয় না।" (আবু দাউদ:৪৯৪২, তিরমিযী:১৯২৩, মুছান্নাফে ইবনে আবি শাইবাহ:৩৪৮৯)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
(আবু দাউদ:৪৯৪৩)

তিনি আরো বলেন- আল্লাহ তা'আলা সকল ব্যাপারেই কোমলতা পছন্দ করেন। (তিরমিযী: ২৭০১)

আল্লাহ বলেন- "ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কী হতে পারে" (সূরা ৫৫ আর রাহমান:৬০)



মুসলিম ও তিরমিযীর বর্ণনায় এসেছে এভাবে- من لا يرحم الناس لا يرحمه الله

সহীহ মুসলিম:২৩১৯ (কিতাবুল ফাযাইল), তিরমিযী:১৯২২, মুসনাদে আহমাদ:১৮৬৮৩, সুনানুল কুবরা লিল বাইহাকী: ১৭৩৪৬, মু'জামুল আওসাত লিত-তাবারানী:১৭৩৪,৩৩৬৩, ৪১৮০, মু'জামুল কাবীর (তাবারানী):২২৯৭

সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম দোয়েল

বিষয়: সাহিত্য

৭৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File