চাহিদাকে সীমিত রাখুন; ভালো থাকুন, ভালো রাখুন!

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ৩০ মে, ২০১৭, ০২:৪৬:২০ রাত

এই ঘটনা নিশ্চয়ই শুনেছেন_?

মুসা আ. চড় মেরে মালাকুল মউতের চোখ নষ্ট করে দিলেন আপাতত মরতে চান না বলে। তখন আল্লাহ তাহার চোখ ফিরিয়ে দিয়ে বললেন, ‘ তুমি পুনরায় আমার সেই বান্দার নিকট যাও এবং বলো,তুমি কি জীবিত থাকতে চাও’? যদি তুমি জীবিত থাকিতে চাও তবে একটা বলদের পিঠে তোমার হাত রাখ।তোমার হাতে যে পরিমান লোম ঢাকা পড়ে,তুমি উহার সমসংখ্যক বছর বাঁচবে। মুসা আ. বললেন, ‘তারপর কী হইবে’? মালাকুল মউত বললেন,তারপর তুমি মরবে।মুসা আ. বললেন, ‘তাহলে আমি এখনই মৃত্যুবরণ করতে প্রস্তুত ’। (বুখারি: ১৩৩৯,৩৪০৭; মুসলিম:২৩৭৩, ২৩৭৪)



যা কিছু করি না কেন, এখন হৌক আর পরে হৌক মরতে হবে। তাহলে কেন এতো পেরেশান হন আর অস্থিরতায় রাখেন অপরকে?

পার্থিব-ক্ষণস্থায়ী সুখের জন্য? আপনি আস্তিক হৌন আর নাস্তিক হৌন..........

যদি অর্থ কিংবা ক্ষমতা আপনাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী করতে পারত তাহলেও যুক্তি ছিল- আপনার এইসব ( পরের অর্থ-সম্পদ, জান-মাল, সম্মান-অধিকারকে লুন্ঠন আর নষ্ট করার) কর্মকান্ড। সুদে-ঘুষে, রাজনৈতিক শক্তিতে, চৌর্যবৃত্তি কিংবা রাহাজানি করে আপনার এই সুখ, সম্মান, প্রভাব আর ক্ষমতা কি আপনাকে অনন্ত জীবন দিতে পারবে?

মরতে হবে এবং সেটা আসবে আপনাকে আগাম না জানিয়েই। হয়তো সতর্ক করেও অথবা বিনা নোটিশে হঠাৎ করে। আপনার চাহিদা পূরণের আগেই....

তাই জীবনকে পরিপূর্ণতা, সফলতায় আর সুখে রাখতে চাইলে চাহিদাকে সীমিত রাখুন। তাহলে নিজে ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন।

বিষয়: রাজনীতি

৯৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File