সরল পথ কোনটি এবং কারা সরল পথের উপর আছে?

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১৯ এপ্রিল, ২০১৬, ১০:৩৬:২৫ রাত

আমরা প্রতিদিন আল্লাহর কাছে (সালাতে) সরলপথে পরিচালিত করার জন্য আবেদন করি

"আমাদেরকে সরল পথ দেখাও,
(সূরা ১ ফাতিহা: ৫)। সরল পথ হচ্ছে সে পথ যা হেদায়েতের পথ তথা আল্লাহর অনুগ্রহপ্রাপ্তদের এবং জান্নাতের পথ।

সরল পথ হচ্ছে "ইসলাম" (আল্লাহ ও তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য)। এককথায় বলতে বুঝায়, শুধুমাত্র আল্লাহরই ইবাদত করা ও তার কাছেই প্রার্থী হওয়া। যেমন আগের আয়াতে আমরা বলে থাকি- "আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।" (সূরা ১ ফাতিহা:৪)

সরল পথ হলো একত্ববাদের পথ:

আল্লাহ তা'আলা সূরা আলে ইমরানে ইসা (আ.)এর ভাষ্যে বলছেন:

"নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা-তাঁর এবাদত কর, এটাই হলো সরল পথ।" (সূরা ৩ আলে ইমরান: ৫১; অনুরূপ বলা হয়েছে সূরা ১৯ মারইয়াম: ৩৬)

অর্থাৎ, আল্লাহর ইবাদত সম্পাদনে এবং তাঁর সামনে অসহায়তা ও অপরাগতার প্রকাশ করার ব্যাপারে আমি ও তোমরা সমান। সুতরাং এক আল্লাহর ইবাদত করা এবং তাঁর উপাস্যত্বে অন্য কাউকে শরীক না করাই হল সঠিক ও সরল পথ। এর আগের আয়াতে (সূরা আলে ইমরান: ৫০) শেষাংশে বলা হচ্ছে- সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর, আর আমার অনুসরণ কর। অর্থ্যাৎ একমাত্র উপাস্য হিসেবে আল্লাহর ইবাদত করা হলোই সরল পথ আর মাধ্যম হলো রাসূলের অনুসরণ। ইবাদতের একমাত্র পন্থা হলো রাসূলের তরীকা।

অপর আয়াতে বলা হচ্ছে-

আল্লাহর আনুগত্য ও তার রাসূল সা.-এর অনুসরণ করাই হলো সরল পথ। যেমন আল্লাহ বলেন:

"তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর। নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব, এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও।" (সূরা ৬ আনআ'ম: ১৫৩)

অপর আয়াতে আল্লাহ বলছেন, মিল্লাতে ইব্রাহীমই হচ্ছে সরল পথ। (দ্রষ্টব্য: সূরা ৬ আনআ'ম: ১৬১)

কারা সরলপথ প্রাপ্ত হবে? আল্লাহ বলেন:

"আর যে আল্লাহকে অবলম্বন করবে, সে অবশ্যই সরল পথ পাবে।" (সূরা ৩ আলে ইমরান: ১০১) اعْتِصَامٌ بِاللهِ (আল্লাহকে অবলম্বন করা)র অর্থ হল, আল্লাহর দ্বীনকে সুদৃঢ়ভাবে ধারণ করা এবং তাঁর আনুগত্যে গড়িমসি না করা। (দ্রষ্টব্য: তাফসীরে আহসানুল বায়ান) আল্লাহর দ্বীন মানে, "তাওহীদ বা একত্ববাদ" অর্থ্যাৎ তাওহীদপন্থীরাই সরল পথের উপর আছে। সূরা ফাতিহাতে বলা হয়েছে সরলপথ হলো "আল্লাহর নেয়ামতপ্রাপ্তদের পথ"।

আল্লাহর অনুগ্রহপাপ্ত কারা?

"আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর রসূলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন, সে তাঁদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের সান্নিধ্যই হল উত্তম।" (সূরা ৪ আন নিসা: ৬৯)

সরলপথ পাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের সব সময় দু'আ করতে হবে। কেননা তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করান। (সূরা ১০ ইউনুস: ২৫) যেমন তিনি আরো বলছেন:

"অতঃপর আল্লাহ যাকে পথ-প্রদর্শন করতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে চান, তার বক্ষকে সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে দেন-যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তাদের উপর আযাব বর্ষন করেন।"
(সূরা ৬ আনআম: ১২৫)

আল্লাহর সাথে শিরক করলে (তার সত্তায়, ইবাদতে/প্রার্থনায়/ গূণাবলীতে) সরল পথ থেকে বিচ্যুত হতে হয়। মুশরিকরা সরল পথের উপর নয়। আরো দেখুন: সূরা ১৬ নাহল: ১২০-১২৩

সরল পথ সম্পর্কে জানতে আরো দেখুন:

সূরা ৬ আল আনআ'ম: ১২৬; সূরা ১৫ হিজর: ৩৯-৪১: সূরা ১৬ নাহল: ৭৬; সূরা ২২ হাজ্জ: ২৪;

আল্লাহ আমাদের সরল পথের উপর প্রতিষ্ঠিত রাখুন! আল্লাহুম্মা আমীন।

বিষয়: সাহিত্য

২৬১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366376
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:২২
সন্ধাতারা লিখেছেন : Amin. Chumma Amin
366380
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:৩৪
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আমাদের সরল পথেই রাখ আর আমরা প্রতিনিয়ত যে ওয়াদা করছি তা যেন ভঙ্গ না করি৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File