হামদে ইলাহী (ইয়া গাফুরুর রাহীম)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৯:২৮ রাত
দুর করে দাও জীবনের যত আছে পাপ
ভুল-ত্রুটি আর বিচ্যুতি মনের অনুতাপ।
জানা, অজানা কিংবা যা আছে হৃদয়ে
ভরে দাও সব আমলনামায় পূণ্য দিয়ে।
তুমি প্রভু দয়াময়, তোমার ক্ষমা অসীম
ক্ষমা করো দয়া করো গাফুরুর রহীম।
পানাহ চাই কুমন্ত্রণায় মানব দানব যত
চাই আশ্রয় তোমার ছায়ায় নিত্য অবিরত!
অত্যাচারীর অত্যাচারে, পথভ্রষ্টদের সঙ্গ থেকে
আশ্রয় দাও ও দয়াময়, তোমার দয়ায় ঢেকে!
তুমি প্রভু অদ্বিতীয়, তোমার দয়া অসীম
ইয়া হাইয়ু, ইয়া কাইয়্যুম রাহমানুর রাহীম!"
বিষয়: সাহিত্য
১১৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন