ভালো থাকার আছে উপায়

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৬:১৮ রাত

দিনটা ছিল ঝরঝরে আর সূর্যের হাসি স্মিত।

মনটা তখন ফুরফুরে আর একটু ছিল শীত!!

ঝিরঝিরে ঔ বাতাস যখন ছন্দ নিয়ে এলো

হঠা্ত করে মনটা আমার ভালো হয়ে গেলো!!

ভালো আছি ভালো থেকো, রেখো সবায় ভালো

আমার আছে ঈমানী নূর, আলকুরআনের আলো!!

সত্য পথে সত্ নিয়তে চলবে যতদিন

রাখবে ভালো, বরকতে মন রব্বুল আলামীন

ক্ষমা চাও প্রভুর কাছে দৈনিক শতবার!

মনটা তোমার ভালো হবে, থাকবে চমত্কার!!

দুরূদ পড়ো নবীর তরে রাত্রি কিবা দিন

পথ-প্রদর্শক বিশ্ববাসীর, রহমাতুললিল আলামীন

কষ্ট পেয়ে আঘাত খেয়ে ধৈর্য নিয়ে এসো

প্রতিহিংসায় না পুড়ে তাকেই ভালোবেসো

পাবে তুমি প্রশান্তি আর তৃপ্ত-সুখের স্থান

মনটা তোমার উদার হবে বাড়বে রে সম্মান

তাই তো বলি হৃদয় থেকে সংকীর্ণতা ঝাড়ো!

উদার হয়ে মুক্তির পথে কুরআন-হাদীস পড়ো!!

বিষয়: সাহিত্য

৯৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359263
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১৬
আফরা লিখেছেন : সত্য পথেই শান্তি আছে । খুব ভাল লাগল অনেক ধন্যবাদ ভাইয়া ।
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৫৮
297960
সামসুল আলম দোয়েল লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File