রাজাকারের চোখে: দেশের রাজা পুলিশ ও সাংবিধানিক রাজাকার

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২২ জানুয়ারি, ২০১৬, ১২:২৮:১৬ রাত

দেশ আজ ভয়ানক অন্ধকারে নিমজ্জিত। স্বাধীনতার এতো বছর পর দেশের জনগণ সবচেয়ে বেশি অরক্ষিত ও নিরাপত্তহীনতায় ভুগছে। স্বাধীনতার পর এবারই সবচেয়ে বেশি জনগণের"জান-মাল-সম্মান" নিয়ে সরকার ও তার দোসররা সবচেয়ে বেশি ছিনিমিনি খেলছে। সরকার যখন স্বৈরাচারের সকল রেকর্ড ভঙ্গ করে নিত্য নতুন ফরমুলা তৈরী করতে বদ্ধ পরিকর তখনতো শাহবাগীদের আদেশ-নির্দেশ তাদের হযম করতেই হবে আর পুলিশের বাড়াবাড়ি ও হিংস্র-থাবা সরকারের পেটুয়াবাহিনীকেও সহ্য করতে হয়! এখনতো নতুন সংজ্ঞায় বাম থেকে সেক‌্যুলার, নাস্তিক থেকে প্রগতিশীল সবাই (বিএনপি বা জামাত ছাড়াই) রাজাকার উপাধিতে ভূষিত হচ্ছে। সরকারের সাথে ভিন্নমত মানেই রাজাকার, তাই উপাধি পাবার আগেই আমি রাজাকার বলে নিজেকে ঘোষণা করছি।

১. খবরচিত্র: বুধবার (২০.০১.২০১৬)" সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ২৭ বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করে যারা, সে দেশে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের মধ্যে ২৬ জনকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৬ বাংলাদেশির মধ্যে ১৪ জনই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের অনুসারী বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, তাদের সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।"

এসব জঙ্গি বা সংগ্রামীরা নাকি বাংলাদেশে জিহাদ করার পরিকল্পনা করেছিল। হায়! আফসোস!!

একশ্রেণীর উন্মাদ ও শিক্ষিত মূর্খ কুরআন ও হাদীস সঠিকভাবে না বুঝে বিধর্মীদের বুলিতে ও ব্যখ্যায় কুরআন পড়ে নাস্তিক হয়ে শুধু ইসলাম বিরোধী লেখা লিখে থাকে। আর অন্য এক শ্রেণী সারাজীবন ইসলাম সম্পর্কে পড়াশোনা না করে (কুরআন ও হাদীস না পড়ে) পরবর্তীতে বিপথগামীদের কাছ থেকে জিহাদের দীক্ষা নিয়ে মুসলমান ও মসজিদে বোমা হামলা করে দ্বীন কায়েম করতে চায় ও শহীদ হয়ে মরতে চায়।

আমাদের উচিত (সবার আগে আলেমদের) সামাজিকভাবে ও পারিবারিকভাবে এদের (যখন কারো সামনে পড়ে যায়, এই পর্যন্ত আমার কাছে কেউ এইরকম জিহাদের সবক নিয়ে আসে নি, তাই তাদের চিনি না) গোলা মগজকে পরিশিলিত করা ও ইসলামের সঠিক শিক্ষা দেয়া। তারা কি পড়ে নি কুরআনের এই আয়াত-সূরা আননিসা: ৭৪-৭৫.

২. খবরচিত্র: মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। দেশ আজ পুলিশি রাজ্যে পরিণিত হয়েছে। এমন কোনো অনিয়ম নাই, অত্যাচার নাই, অশ্লীলতা নাই যা পুলিশ বাহিনীর সদস্যরা করছে না।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি) প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরশেদ বলেন, ‘পুলিশের মধ্যে অনেকে আছে যারা আইন অমান্যকারী। তাদের মানসিকতা অন্য পুলিশদের থেকে ভিন্ন। প্রথম প্রথম তারা তেমন শাস্তির সম্মুখীন হয়না বলেই বড় ধরনের অপরাধ করার সাহস তাদের বেড়ে যায়। তাদের অনেকেই ভাবেন তারা যে যাই করুক কেউ তাদের ধরতে পারবে না। অনেকেই মন্ত্রী-এমপির দোহাই দিয়ে টিকে যাবে ভেবে অপরাধ করতে থাকেন। ফলে সমাজে অনেকেই আছেন যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পান না। এমন ঘটনাও অনেক।’

আমি শুধু তাদের মৃত্যুর পর আল্লাহর কাছে জবাবদিহিতার কথা স্মরণ করে বলতে চাই-জুলমের পরিণাম শুধুই নরক।তাদের জন্য কোনো সাহায্যকারী নেই পরকালে।

পুলিশ বাহিনীর সদস্যদের বলব আপনারা পবিত্র কুরআনের সূরা হাদীদ: ২৫; সূরা আনআম:১৫২; সূরা আহযাব: ৫৮, সূরা নিসা: ২৯-৩০; সূরা কিয়ামাহ: ৩৬ পড়ে দেখুন আর ভাবুন।

৩. খবরচিত্র: প্রধানবিচারপতি রাজাকার: বাংলাদেশের সাবেক বিচারপতি কালোমানিক সাহেব ( যিনি বিধি বহির্ভুতভাবে ও সংবিধানের বাইরে গিয়ে অনৈতিক অনেক রায় ও সমনজারি করে সারাক্ষণ মিডিয়ার ফলোআপে ছিলেন) কিছিদিন আগে এক টিভি টকশোতে( বেহায়া ও স্বৈরাচারী হিসেবে খ্যাত) বলেছেন-" বর্তমান প্রধানবিচারপতি সিনহা সাহেব নাকি যুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন।" তিনি রাজাকার তাই রাজাকারের ভাষায় কথা বলছেন (অবসরের পর রায় লেখা সংবিধানবিরোধী ও অনৈতিক)।

তাহলে দেখা যাচ্ছে- দেশে এখন সাংবিধানিক পদেও রাজাকার অধিষ্ঠিত কথিত মুক্তিযোদ্ধাদের সরকারের দ্বারা। যিনি আবার সংখ্যালঘু সম্প্রদায়ের! এতোদিন কখনো শুনিনি হিন্দুরাও রাজাকার ছিল।

ছোটবেলায় (১৯৯১) একদিন ক্লাসে স্যারকে বলেছিলাম "রাজাকার" (তখনই প্রথম শুনি) মানে কী? স্যার বলেছিলেন- রাজাকার আসলে আরবি শব্দ "রেজা"র সাথে বাংলা "কার"যুক্ত হয়ে বিকৃতির মাধ্যমে গঠিত একটি শব্দ যার মানে হলো প্রভুর সন্তুষ্টকারী। যারা যুদ্ধের সময় পাকিদের পক্ষে কাজ করেছিল তাদেরকে এই উপাধিতে এখন ডাকা হয়। ভাবলাম- হায়রে মানুষ! কত সুন্দর একটি শব্দ, তা কীনা লাগাল জাতির বেঈমানদের ঘাড়ে।

এখন দেখছি যারা ভালো শিক্ষিত সভ্য সদাচারী তাদেরই রাজাকার বলা হচ্ছে। আওয়ামী জালিমদের যারা বিরোধী তারাই এখন এই উপাধি পাচ্ছে জালেমও নষ্টদের কাছ থেকে। তাই আমি রাজাকার হয়েই থাকতে চাই। রাজাকারদের সাথে থাকতে চাই।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357419
২২ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৩৩
শেখের পোলা লিখেছেন : 'আ গলে লাগ যা'
357428
২২ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:২০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। বাস্তবতা কঠিন।
357435
২২ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজাকার শব্দটা ফার্সি যার অর্থ সেচ্ছাসেবক!
বাংলাদেশে এখন রাজাকার মানে ভাল মানুষ বুঝতে হয়!
357445
২২ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File