আশ্রয় চাই!
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ১৯ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৭:৪৫ রাত
হে আল্লাহ! রব্বানা কবুল করো প্রার্থনা!!
আশ্রয় চাই তোমার কাছে সকল অপরাধে
আছে যত ভুলের পাপ কিংবা মনের সাধে!!
কাউকে যেন না দেয় দু:খ, পাই না নিজেও কষ্ট
নিজে যেন পথ না হারাই, না করি কাউকে পথভ্রষ্ট
হই না যেন পদচ্যুত, চাই না কারো পদস্খলন
সত্য-মিথ্যায় ফারাক করে, জালিম করো দমন
হেরার নূরে বক্ষ সাজাও না ফেলে শয়তানের ফাঁদে!
আশ্রয় চাই তোমার কাছে সকল জুলম হতে
হই না যেন নিজে জালিম, কাউকে কোনমতে
আশ্রয় দাও অজ্ঞ থেকে , মূর্খতা যত আছে
অকল্যাণ আর শাস্তি থেকে আশ্রয় তোমার কাছে
দাও আমাদের মুক্তি- কল্যাণ সকল ধ্বংস-খাদে!
বিষয়: সাহিত্য
১০৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন