জাল ও বানোয়াট হাদীসের সংক্ষিপ্ত আলোচনা

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০১ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৬:৩১ রাত

তারগীব (ভালোকাজের উত্সাহ) ও তারহীব (মন্দকাজে ভীতি প্রদর্শন) এবং প্রচলিত ওয়াজ মাহফিলের নামে আমাদের সমাজে বহু জাল, দূর্বল ও বানোয়াট হাদীস প্রচলিত রয়েছে।

এসব জাল, দূর্বল আর বানোয়াট হাদীসের কারণে অনেক ভ্রান্ত আক্বীদা আর আ'মালের প্রচলন হয়ে যায়। মৌলিক আ'মালে পরিবর্তন ঘটে, নতুন আ'মাল জন্ম নেয় আর নিত্য নতুন বিদআতের প্রচলন ঘটে।

প্রথম খলিফা আবু বকর (রা)-এর সময়েই নিয়মতান্ত্রিকভাবে আল কুরআন লিপিবদ্ধ হয়ে যায় কিন্তু রাসূলের হাদীস হিজরী তৃতীয় শতাব্দীতে এসে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে নিয়মতান্ত্রিক ভাবে লিপিবদ্ধ হয়।

প্রথম দুই খলিফার শাসনামল পর্যন্ত রাসূলের নামে কেউ হাদীস জাল করেনি, হাদীস ছিল পুরোপুরি সুরক্ষিত। খলিফা ওসমান (রা)-এর আমলে প্রথম হাদীস বানানো শুরু হয়। ইসলাম বিরোধী ইয়াহুদী, মুনাফিক ও ভন্ড নবীর অনুসারীরা মুসলমানদের মাঝে পারস্পরিক বিভেদ সংঘাতের জন্য এবং পরবর্তীতে শিয়া, রাফেজি ও বাতিল তরিকারা হাদীস জাল করতে থাকে।

এটা ঠিক যে, হাদীস দূর্বল হয় রাবীদের কারণে কিন্তু হাদীস জাল বা বানোয়াট শুধু রাবীদের দূর্বলতার কারণে নয় বরং যখন তা প্রচলিত সহীহ হাদীস ও কুরআনের বর্ণনার বিপরীত অর্থ প্রকাশ করে এবং স্বাভাবিক আ'মালের বিপরীত আ'মালের উদ্ভট বর্ণনা দেয়।

জাল ও বানোয়াট হাদীস প্রণয়ন ও প্রচলনের কারণ:

× নিজেদের মাযহাব (মত, পথ, দল )-এর ফাযায়েল বর্ণনা এবং প্রাধান্য দেয়ার জন্য।

× অপরের কাছে নিজের বুযুর্গী জাহির করতে।

× ওয়াজ করতে গিয়ে ফযিলত আর তারহীবের নামে মিথ্যা গল্প, কাহিনি, কিসসা আর বানোয়াট হাদীসের অবতারণা হয়ে থাকে।

জাল ও বানোয়াট হাদীস চেনার কিছু উপায়-



১. আল্লাহর পথে লড়াই করে শাহাদাতের মর্যাদার চেয়ে অন্য কোনো আ'মালের মর্যাদা নেই, সুতরাং শাহাদাতের চেয়ে ফযিলতপূর্ণ কোনো আ'মালের কথা আসলেই বুঝতে হবে হাদীসখানা দূর্বল ।

২. যেই কথা বা ঘটনাতে আল্লাহর সাথে শিরকের সম্পর্ক থাকে তা বানোয়াট।

৩. রাসূলুল্লাহ সা.-এর মর্যাদা বর্ণনায় আল্লাহর সিফাতে অংশীদারিত্ব।

৪.অল্প আ'মালে বেশি নেকীর কথা (স্বাভাবিক আ'মালের বিপরীত হলে)

৫. স্বাভাবিক রীতি বিরুদ্ধ সকল প্রকার ইবাদত ও তার ফযিলত ( যেমন- সালাতুত তাসবীহ, দুরুদে লাখি)

আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুন। পরবর্তীতে কিছু প্রচলিত জালহাদীসের বর্ননা দিবো ইনশাআল্লাহ!

বিষয়: বিবিধ

২০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File