সালাতের গুরুত্বপূর্ণ বিষয়: অথচ এ বিষয়ে মুসুল্লীরা উদাসিন

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৪ নভেম্বর, ২০১৫, ১১:৫৬:৫৬ রাত



(১) কাতার সোজা করা, সামনের কাতার পূরণ করা এবং পায়ের সাথে পা ও কাঁধের সাধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো।

(২) মুখমন্ডল, শরীর ও পাদ্বয় কিবলামুখী রাখা।

(৩) সালাতে দাঁড়ানো অবস্থায় সাজদার স্থানে আর বসা অবস্থায় উরুতে হাতের উপর (শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করা) দৃষ্টি রাখা।

(৪) হাত উত্তোলনের সময় হাতের তালু কিবলামুখী ও আঙ্গুলগুলো স্বাভাবিক ভাবে সোজা রাখা।

(৫) কুরআন তিলাওয়াত তারতীলের (ধীর স্থির ভাবে প্রতিটি হরফ স্পষ্ট করে) সাথে করা।

(৬) রূকুতে পিঠ সোজা রাখা (কোমর, পিঠ ও মাথা এক বরাবর ) ও স্থির থাকা।

(৭) রূকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো ও স্থির থাকা।

(৮) সাজদাতে বাহুদ্বয় উরু থেকে পৃথক রাখা ও হাত বিছিয়ে না দেওয়া।

(৯) দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা ও কিছুক্ষণ স্থির থাকা।

(১০) সকল রূকন ধীর-স্থির ভাবে আদায় করা। (তা'দীলে আরকান হানাফি মাযহাবে ওয়াজিব আর অন্যান্য মাযহাবে ফরয, সুতরাং কতটা গুরুত্বপূর্ণ সালাতের আরকান তথা সালাতে দাঁড়ানো, রূকু, বসা ইত্যাদি)

আসুন সালাতের মুস্তাহাব বিষয় আর মতানৈক্য সুন্নাত নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকি আর এই উম্মাতকে সালাতের গুরুত্ব (ফাযায়েল আর তারহীব ) আর সালাতের ভিতর ভুলগুলো তুলে ধরে (বিদ'আত থেকে বেঁচে) সুন্নাতের সাথে সঠিক নিয়মে সালাত আদায় করতে উদ্বুদ্ধ করি ও ঐক্যবদ্ধ ভাবে বাতিলের মোকাবিলা করি।

আসুন বিদ'আতকে তুলে ধরি আর মতভেদপূর্ণ সুন্নাতগুলোকে ইসলামী বিশেষজ্ঞদের হাতে রেখে দিই। সাহাবীদের মতো ঐক্যবদ্ধ হই।

হে আল্লাহ!!

সবাইকে বিদআতমুক্ত আর সুন্নাহ মাফিক জীবন চলার তৌফিক দিন! আমীন।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351319
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:৩৩
শেখের পোলা লিখেছেন : আমিন৷
351356
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫৭
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ। পিলাচ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File