সুবহানাল্লাহ (হামদে বারি তা‌'আলা)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪৭:১০ রাত

হামদে ইলাহী-

- সামসুল আলম দোয়েল

সুবহানাল্লাহ, অলহামদু লিল্লাহ!

অলা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার!


পথচলা, উঠা-বসা

কথা বলায় হরহামেশা

নিত্য নিবে নামটি যার

আল্লাহ! আল্লাহু আকবার!

সুবহানাল্লাহ, অলহামদু লিল্লাহ!

অলা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার!


তাঁর প্রশংসায় তারঁই গান

ছড়া গানে কলতান!

তিনি প্রভু, বিশ্ব-মালিক

তিনি রহিম, রহমান!

শেষ বিচারের মালিক তিনি

রব্বুল আলামীন!

আকাশ-মাটি, পাহাড়-নদী

তাঁরই নামে বাজায় বীণ!

প্রেমময় সকল আধার

তিনিই দয়াবান!

তিনি প্রভু, বিশ্ব-মালিক

তিনি রহিম, রহমান!

জীবনে প্রাণটা দিয়ে

দিলেন মুখের ভাষা

দেহেতে মনটা দিয়ে

দিলেন প্রেম- আশা

আশা- প্রেমের দোলায় দোলে

গাই তাঁরই গান!

তিনি প্রভু, বিশ্ব-মালিক

তিনি রহিম, রহমান!

নিদ্রা নামে, শয্যা-ত্যাগে

কাজ-কর্ম, খাওয়ার আগে

নিতে হবে নামটি তাঁর!

আল্লাহ আল্লাহু আকবার!

সুবহানাল্লাহ, অলহামদু লিল্লাহ!

অলা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার!

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File