রাষ্ট্র ও আমরা

লিখেছেন লিখেছেন বাকশাল ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৩৩:৫৩ সকাল

আমরা জনগনের অবস্থা হলো একদল মারে, আরেকদল মার খায়, আরেক অংশ চেয়ে চেয়ে দেখে, পারলে ভিডিও করে, আনন্দ পায়। রাষ্ট্রে চলছে দুর্নীতির মহা উৎসব, যে যেখানে, যে অবস্থায় সুযোগ পাচ্ছে হাতিয়ে নিচ্ছে। উন্নয়ন প্রকল্প, জেলখানা সহ কোন খানাই বাদ নেই। আমলাগন ত ক্ষমতাসীনদের খুটি শক্ত করে আটকে রাখার জন্য জমি, বাডী, পদ পদবী দেদাছরে পাচ্ছেন সাথে উনারা উনাদের উপরি আয়ের সুযোগ শতভাগ উপভোগ করেছেন। আপনি নিজে যখন অবৈধ দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘরের কর্তৃত্ব নিয়েছেন, আপিনিত ঘরের অবৈধ মালিক তাই ঘর পাহারা দেয়ার চৌকিদাররা ও সে দুর্বলতা জেনে নিজের আখের গোছাতে ব্যস্ত তারা।

এদেশে সুযোগ সুবিধা সব পদ, পদবী, ফ্ল্যাগধারী, এবং ক্ষমতা প্রাপ্ত রাজনৈতিকদের জন্য। তারা সুবিধা ভোগ করে আর আমজনতা মরে।

দেশে একজনের আয় হচ্ছে ১০০ টাকা আরেকজনের হচ্ছে ১০ টাকা, দুজনে মিলে ১১০ টাকা, গড করলে একজনের জন্য ৫৫ টাকা করে হয়! আসলেই কি দুজনের হাতেই ৫৫ টাকা করে আয় আছে!!!! এধরনের হিসেব দিয়ে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের মহা ফিরিস্তি দেখানো হচ্ছে, জিডিপি বাডিয়ে দেখানো হচ্ছে। উন্নয়ন হচ্ছে লাইসেন্স ধারী কিছু লোকের যাদের পদ, পদবী আছে দলে এবং অফিসে,,। যাদের ১০০ আছে তাদের লাখ, কোটি হচ্ছে আর যার ১০ আছে তার বাডেনা , উলটা মাঝেমধ্যে যা আছে তাও নাই হয়ে যায়। বায়বীয় অর্থনৈতিক হিসেব, ডেটা যেটাকে Accounting এর ভাষায় বলে cooking accounting figure দিয়ে বায়বীয় উন্নয়ন হয় বাস্তবে উন্নয়ন হয়না যার চিত্র সোনার বাংলাদেশ। রবীন্দ্রনাথ বলেছে বাঙ্গালী ক্ষুদ্র, দুর্বল, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক এবং তার্কিক। আমি মনে করি এ জাতী আবেগী, তাদের বিবেকবোধ কম কাজ করে। আবেগের প্রাধান্যতায় বিবেক মরে গেছে। আবেগ সব সময় কাজ করেনা, বিভিন্ন কারনে তা নিস্তেজ হয়ে যায়।।

বিষয়: বিবিধ

৬৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386719
২৪ আগস্ট ২০১৯ দুপুর ০৩:৫৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আবেগের প্রাধান্যতায় বিবেক মরে গেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File