রাষ্ট্রপতির নাকচ পৌনে ১০টায়, ফাঁসির সিদ্ধান্ত ৮টায় !
লিখেছেন লিখেছেন বাকশাল ২২ নভেম্বর, ২০১৫, ০৬:৩৪:৪৬ সকাল
বিডিটুডে রিপোর্ট
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মোজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কথিত ‘প্রাণভিক্ষার আবেদন’ (বাস্তবে প্রাণভিক্ষার নয়) রাষ্ট্রপতি নাকচ করেছেন আজ শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে দশটায়।
সরকারপন্থী টিভি স্টেশন চ্যানেল-আই জানাচ্ছে, “শনিবার রাত পৌনে ১০টার দিকে তাদের দুইজনের প্রাণভিক্ষার আবেদন নাকচ করার খবর জানান আইনসচিব।”
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানার পরই দণ্ড কার্যকরের প্রস্তুতি নিতে হয়। কারণ, তিনি কী সিদ্ধান্ত দেবেন- ক্ষমা করে দেবেন, নাকি করবেন না? অথবা সিদ্ধান্ত নিতে কতটুকু সময় নেবেন তা কেউ জানার কথা না। হতে পারে, রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত জানাতে এক বা একাধিক দিন সময় নিতে পারেন।
কিন্তু মুজাহিদ এবং সালাউদ্দিন কাদেরের ক্ষেত্রে এসব কোনো নিয়মের তোয়াক্কা করেনি আওয়ামী লীগ সরকার। বরং রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানার আগেই আজ রাতে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নিয়ে ফেলা হয়।
প্রস্তুতির অংশ হিসেবে আসামীদের পরিবারগুলো কারাগারে ডাকায় হয় রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানার দুই ঘন্টার চেয়েও বেশি আগে রাত ৮টার আগে!
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন