স্বাগতম হে মহাবিপ্লব

লিখেছেন লিখেছেন এম খালিদ ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩৪:৩৫ সকাল

জাপানে অবস্থানের কারনে এ সপ্তাহ টা শেষ হলেই নতুন বছরের ছুটি।স্বভাবিকভাবে আপনাদে নববর্ষের শুভেচ্ছা জানানোর কথা।মাফ করবেন, আপনাদের নববর্ষের শুভেচ্ছা না জানিয়ে,জানাচ্ছি বাংলাদেশে আহুত মহাবিপ্লবের।স্বাগত জানাচ্ছি আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া

বাংলাদেশের বিরোধীশক্তিগুলোর দখলদারদের বিরুদ্ধে রাজনৈতিক সংঘর্ষের।প্রবাসে অবস্থান করলেও প্রতিটি মূহুর্তে খবর নিচ্ছি প্রানপ্রিয় মাতৃভূমির।অফিসে কাজের ফাঁকে সময়

পেলেই ক্লিক bdmonitor.net,খবরের আপডেটের জন্য।

১৯৭১সালে রক্তক্ষয়ী যুদ্ধে লাখো প্রানের বিনিময়ে অর্জিত আমাদের প্রানের জন্মভূমি 'বাংলাদেশ'।এপর্যন্ত সাম্রাজ্যবাদী শক্তির ছত্রছায়ায় আমাদের এদেশীয় দোসরদের ষড়যন্ত্রের কারনে দখলদারেরা রাষ্টক্ষমতা দখল করে নিয়েছে বারবার।জনগনের ভোটাধিকার হরন করেছে,চালিয়েছে জনগনের উপরে নির্মম অত্যাচার,থামিয়ে দিয়েছে সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।

বর্তমান দখলদার সরকার এবছরেরর ৫ই জানুয়ারি একটি

তামাশার নির্বাচনের মাধ্যমে সম্পূর্ন অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়েছিল।দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল,নির্বাচনতো দেয়ইনি উল্টো ক্ষমতাকে পাকাপোক্ত করার সকল কৌশল এরই মধ্যে সম্পন্ন করেছে।তাদেরকে যতো তারাতারি ক্ষমতা থেকে ঝাঁটিয়ে বিদায় করা যাবে ততো তারাতারি গনতন্ত্র মুক্তি পাবে।জনগনের কাঙ্খিত মুক্তি মিলবে।

আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে ২০দলীয় জোটের জনসভা।জয়দেবপুর ছাত্রলীগের হুমকি অগ্রাহ্য করে পূর্বঘোষিত তারিখ ও স্থানে জনসভা করার ব্যাপারে এখনো অনড় ২০ দলীয় জোট।জোট নেত্রী বেগম খালেদা জিয়াও জংলী ছাত্রলীগকে কোনরূপ ছাড় দিতে নারাজ।

এই জনসভাকে গিরে এরই মধ্যে সাড়া দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের উদ্বেগ,উৎকন্ঠা ও আশঙ্কা বিরাজ করছে।

সরকারও এ ব্যাপারে হার্ড লাইনে।একদিকে যেমন র‍্যাব,পুলিশ,বিজিবিসহ সরকারের নানা পেটুয়া বাহিনীকে যেমন প্রস্তুত রেখেছে তেমনি সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের গুন্ডারা।ভাওয়াল কলেজ মাঠে কয়েকবার মহড়াও সম্পন্ন করেছে।বিরোধী জোট যদি একারনে বিনম্র বালকের ন্যায় কর্মসূচী থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তা হবে রণেভঙ্গ অন্য কথায় আত্মহত্যা।যেমনটি তারা করেছিল ৫ই জানুয়ারীর

পর।২০দলকে মনে রাখতে হবে এটি তাদের বাঁচা-মরার লড়াই।

লড়াইয়ের ময়দানে সাড়াদিন শান্তির পতাকা উড়িয়ে(নাক ডেকে ঘুমিয়ে) পড়ন্ত বিকেলে ফখরুল সাহেবের সংবাদ সম্মেলন

জনগন দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে।আমরা আর এরূপ

ঘোমট মুখে ২০ দলকে দেখতে চাইনা।গাজীপুরে পেটুয়া ছাত্রলীগের হুমকির কারনে জনসভা করতে না পারলে সাড়া দেশে ফুরফুরে মেজাজে থাকা নেতা কর্মীরা বেকফুটে চলে যাবে।সামনের দিনগুলোতে আন্দোলন প্রান হারাবে।কিভাবে কর্মসূচী বাস্তবায়ন করবে এটি সম্পূর্ন ২০দলের নেতাদের ব্যাপার।

তাদেরকে মনে রাখতে হবে নতুন বছরের প্রথম সাপ্তাহে তাদের

বড় দুইটি সমাবেশ করতে হবে ঢাকা মহানগরীতে।এরপর আরো বড় ধরনের কর্মসূচী রয়েছে।বিগত দিনগুলোর আন্দোলনের চেয়ে এবারের আন্দোলন সম্পূর্ন আলাদা।

(চলবে--------------------------------)

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297032
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৯
সুশীল লিখেছেন : কপি পেষটে মাইনাস
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩২
240539
এম খালিদ লিখেছেন : ধন্যবাদ সুশীল।কপি পেস্ট কোনটা ভাই
297043
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৯
হতভাগা লিখেছেন : ২৭ তারিখ কি রকম মাইর হবে তার একটা ট্রেইলার আমরা গতকাল বক্‌সীবাজারে দেখেছি

বিএনপি শেষ
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
240540
এম খালিদ লিখেছেন : মাইর খাওয়াটাই বি,এন,পি,র মূলধন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File