পথ চলতে চলেতে এক সময় আমি থেমে গেলাম, আমি জানতাম না যে এটা অন্ধকারের পথ, আর এই পথে শুধু তারাই চলতে পারে যারা অন্ধকারে চলার অভ্যাস আছে। _ আমি হঠাত করে থমকে দাড়িয়ে গেলাম! এক রাস্তার ধারে। এমন একটা মানুষ দেখলাম যে মানুষ কে দেখার পরে আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। কে এই মানুষ, এটা কি মানুষ না অন্য কিছু। আল্লাহ্ তায়ালা কি তার সমস্ত সৃষ্টি এই মানুষ টাকেই দিযেছে? সুবাহান আল্লাহ্। তার কাছে এগিয়ে যেতেই মনে হলো আমি কি আমার চোখের দৃষ্টি টা হাড়িয়ে ফেললাম নাকি পথটাই হাড়িয়ে ফেললাম। মনের ভিতর আতংক সৃষ্টি হচ্ছে আমি তাকে কি বলব? তার সাথে আমি কি বলে কথা শুরু করব। ভেবেই পেলাম না। তার পরও তার কাছে চলে আসতেই দেখলাম এটা কি সত্যি কারের মানুষ নাকি আমার ভূল ধারনা। আগে জানতাম সৃষ্টির চেষ্ট্ মানুষ। তার চেয়ে সুন্দর কিছু এই দুনিয়াতে মহান আল্লাহ্ তায়ালা কোন কিছুই সৃষ্টি করেন নি। আর তার গুন অপরসীম। যেমন সুন্দর তেমন কিছু দিয়ে উদাহরন দিতে আমি ব্যর্থ। যাই হোক এবার আসল কথাই আসি। তবুও আমি তার কাছে এগিয়ে গেলাম একটু কাছ থেকে তার সৌন্দয্য টা উপলব্দি করলাম। সে অনেক সুন্দর একটা মেয়ে। আমার মনে হয় সে মেয়ে না সে আকাশের পরী। তার সৌন্দয্য শুধু দেখার মত। হাজার বাধা পাওয়ার শর্তেও তাকে বললাম কে তুমি? তুমি কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? মেয়েটি তেমন কিছু মনে করলো না শুধু এই টুকুই বলল আপনি যেমন প্রাণী ঠিক আমি ও তেমনই প্রাণী। শুধু প্রার্থক্য টা হলো আপনি আল্লাহ্ কে সেবা করবেন আর আমি আপনার মত মানুষ কে সেবা করার ফাকে মহান আল্লাহ্ তায়ালাকে সেবা করবো। আমি আর তার কথার কিছু বুঝলাম না। আর তেমন কিছু না বলে চুপ মেরে রইলাম আর তার সৌন্দয্য দেখলাম। মহান আল্লাহ্ সাধারন আপনার সৃষ্টিকে দেখেই আমি অবাক রয়ে গেলাম জানি না আপনি কত সুন্দর। আর আপনাকে দেখার মত সামথ্য আমাদের মত পাপীদের হবে কি না। আমি তার এ সব কথা ভাবতে ভাবতেই কখন যে মেয়েটা আমার কাছ থেকে হারিয়ে গেল আমি তা বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর দেখলাম যে সে আর আমার পাশে দাড়ানো নেই। আমি বাড়ীতে আসলাম, কারোর সাথে কোন কথা না বলেই আমার রুমে আসলাম আমি রুমের ভিতর যেতেই দেখি সেই মেয়েটার সমস্ত স্মৃতি আমার চোখের সামনে ভাসছে আর আমি তাকে নিয়ে অনেক ভাবতেছি। জানি না কেন এই মেয়েটার সাথে আমার দেখা হলো, কেউ বা আমি তাকে দেখলাম। আমি রাতে ভাত না খেয়েই কারোর সাথে কোন কথা না বলেই ঘুমাতে গেলাম। রাতে স্বপ্নে আবার সেই মেয়েটার স্মৃতি গুলো চলে আসলো। আমি তার সাথে এক সাথে কোথায় যেন যাচ্ছি। আমি কোন কিছুই মনে করতে পারলাম না। পর দিন সকালে আমি ঘুম থেকে উঠে আবার ও সেই খানে চলে গেলাম যেই যায়গায় তার সাথে আমার দেখা হয়ছিলো। কিন্তু তাকে পেলাম না। আম আজও তাকেই কল্পনা করি। তাকে নিয়ে আমার সমস্ত সময় কাটায়, আমার সকল কিছুতেই তার সব কিছু ভেষে আসে। আমি যদি কারো সাথে কথা বলতে যায় তাহলে আমি সেই মেয়েটাকে অনুভব করি এবং তাকে মনে করে আমি আমার সকল মানুষের সাথে কথা বলি। এখন ও আমি তাকে সেই জায়গায় খুজে বেড়ায় এখনও সারা দিন সেই যায়গায় আমার সময় কাটে তাকে দেখার অপেক্ষায়। এখন আমায় আমার গ্রামের সকল মানুষ পাগল ভাবে। আমি নাকি পাগল হয়ে গেছি। আমি আসলেই পাগল হয়ে গেছি শুধু মাত্র তাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না আমি। আজও তার অপেক্ষায় বসে আছি সেই যায়গার ধারে। জানি না কোন একদিন তাকে আবার একটু দেখতে পাবো কি না? আমি আজও তাকে স্বপ্নে দেখি তার সাথে কথা হয় কিন্তু তার মুখটা দেখতে পারি না। শুধু তার আকৃতি টা বুঝতে পারি। আমার অনেক কষ্ট লাগে। আমি স্বপ্নে যতই তাকে তার মুখটাকে দেখাতে বলি ঠিক তখনই আমার স্বপ্ন টা ভেঙ্গে যায়। আজও ঠিক তেমনই হলো।
লিখেছেন লিখেছেন ইয়ামিন ১৮ অক্টোবর, ২০১৪, ০৪:৩৫:৫৫ বিকাল
বিষয়: সাহিত্য
২০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন