পুঁজিবাদ নিয়ে কিছু কথা

লিখেছেন লিখেছেন মুজাহিদুল ইসলাম আখুঞ্জি ১৬ অক্টোবর, ২০১৪, ০৯:৫৭:৫৩ সকাল

পুঁজিবাদের দর্শনের একটি মূল ত্রুটি হচ্ছে যে এতে অর্থনৈতিক বিধিগুলিকে প্রাকৃতিক আইনের মতো মনে করা হয়। চন্দ্র যেমন তার গতিতে চলে, কেউ হস্তক্ষেপ করতে পারে না। তেমনি ভাবে অর্থনৈতিক আইনগুলিকে এরকম মনে করা হয়।

পুঁজিবাদ আরো বলে যে অর্থনীতি হচ্ছে একটি পজিটিভ সাইন্স অর্থাৎ অর্থনীতির কোনো মূল্যবোধ নেই। এটা আপন গতিতে চলে। সুতরাং পুঁজিবাদ এক মূল্যবোধহীন অর্থনীতির জন্ম দিয়েছে। দারিদ্র দূর করা তার লক্ষ্য নয়। এটা এক অস্বাভাবিক চিন্তা।

পুঁজিবাদ বলে যে মানুষের কাছে প্রেরণাটা হচ্ছে আর্থিক স্বার্থ। এর মাধ্যমে খোলামেলাভাবে মানুষকে মানবিকতা হতে সরিয়ে ভোগবাদের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

পুঁজিবাদের এ কথাটি সঠিক নয়। মানুষের কাজের কারণ কেবল আর্থিক স্বার্থই নয়। আর্থিক স্বার্থ কেবল একটি কারণ।

পুঁজিবাদের দাবি যে বাজার ব্যবস্থা ( মার্কেট সিস্টেম) ত্রুটিহীন। এ কথা সঠিক নয়। বাজার ব্যবস্থার মাধ্যমে বর্তমানে জনগনের সত্যিকার প্রয়োজন মার্কেটে আসেনা। প্রয়োজন অর্থ না থাকলে চাহিদায় পরিণত হতে পারে না। যেমন দরিদ্রের ঔষধের প্রয়োজন, খাবারের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, অর্থ না থাকায় এগুলি তা চাহিদায় পরিণত হতে পারে না।

অন্যদিকে ধনীর গাড়ির প্রয়োজন, খেলনার প্রয়োজন, কেনার সামর্থ্য থাকায় তা ডিমান্ডে পরিণত হয়। এ কারণে পুঁজিবাদি মার্কেট ব্যবস্থায় সমাজের সম্পদ প্রকৃত প্রয়োজনের দিকে না গিয়ে অনেক সময় অপ্রয়োজনীয় দিকে প্রবাহিত হয়।

পুঁজিবাদ যেহেতু নিয়ন্ত্রণে বিশ্বাস করে না তাই এর সমাধান পুঁজিবাদে নাই।

পুঁজিবাদের এসব ত্রুটির কারণে দারিদ্রের অবসান ও সম্পদের পুঞ্জিভূত হওয়া বন্ধ করা- এর ধারা সম্ভব নয়।

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File