ছাত্রদলের নবগঠিত কমিটিতে বুয়েটের সনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী!!

লিখেছেন লিখেছেন আমান ভাই ১৫ অক্টোবর, ২০১৪, ১১:৫১:৫০ রাত

বিগত কয়েকদিন ধরে বহুল আলোচিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি অবশেষে ঘোষণা হলো; পুরনো কমিটিকে বিলুপ্ত করে।মঙ্গলবার রাতে ছাত্রবিষয়ক বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০১ সদস্যের এই আংশিক কমিটি; যাতে অনুমোদন রয়েছে বি এন পি নেত্রী খালেদা জিয়ার।

নতুন কমিটিতে সভাপতি করা হয় রাজিব হাসানকে এবং সাধারণ সম্পাদক করা হয় আকরামুল হাসানকে।

এই কমিটিতে সহ-সভাপতি পদে অনেকের মধ্যে একজন 'নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ'।



বুয়েট ক্যাম্পাসে সনি স্মৃতিসৌধঃ



নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ ২০০২ সালে ছাত্রদলের টেন্ডারবাজির নির্মম বলি বুয়েট শিক্ষার্থী সাবেকুন্নাহার সনি হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামী।



বুয়েটে সনি হত্যা মামলা সম্পর্কে বিস্তারিত জানতে পাঠকের সুবিধার্থে লিংক দেওয়া হলোঃ

http://archive.thedailystar.net/2003/06/25/d30625011616.htm

ছাত্রদলের এই কমিটিতে এই খুনী আসামীকে রাখার কারণে ছাত্রদলের এই কমিটি ঘোষণার পর ক্রোধে ফেটে পড়ে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদ জানান ভিবিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তারা আশা প্রকাশ করেন অতিসত্তর প্রশাসন এই আসামীকে আইনের আওতায় এনে সনি হত্যার সুবিচার প্রতিষ্ঠা করবে এবং সেই সাথে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বি এন পি র কাছে তারা জোরালো দাবি রাখেন নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ কে কমিটি থেকে বের করে দিয়ে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করে সনি হত্যা মামলায় সাহায্য করে দলটির দীর্ঘ দিনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য।

বিষয়: বিবিধ

২১৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274810
১৬ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : তাই নাকি? নাই শিবিররীয় প্রচার এটা?
১৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২১
218828
আমান ভাই লিখেছেন : দুষ্টু, নেটে সার্চ দিলেই পাবেন। কিছু লিংক আপনার সুবিধার্থে লেখনীতেই পাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File