আমরা আর কত ডুবলে বুঝব যে ডুবে যাচ্ছি
লিখেছেন লিখেছেন নিরব পড়ুয়া ২৩ অক্টোবর, ২০১৪, ১১:৩৩:১৯ সকাল
আমরা মুসলমানরা আজ অনুভুতিহীন একটা প্রানীতে পরিনত হয়ে গেছি। এত মার খাওয়ার পরও জেগে উঠার কোন খবর নেই। আজ চারপাশে যখন দেখি ছোট ছোট ফিকহী বিষয় নিয়ে মুসলমানরা তর্ক বাহাস করে নিজেদের মাঝে গ্রুুপিং, মারামারি, একে অন্যকে কাফির ফতোয়া দিতে ব্যস্ত।তখন খুব খারাপ লাগে।আর এই কাজে শয়তানের সহযোগী আলেম নামধারী কিছু ব্যক্তি। আসলে আমরা কবে বুঝব যে এখন সময় বিবেধের না ঐক্যের। যত তাড়াতাড়ি বুঝব ততই মঙ্গল।আসুন আমরা যার যার অবস্হান হতে উম্মার ঐক্যের জন্য কাজ করি।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলেম যখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয় তখন সামাজিক অধঃপতন প্রকট হয়ে পড়ে।
মন্তব্য করতে লগইন করুন