মুরতাদ বনাম নাস্তিক

লিখেছেন লিখেছেন নির্বাক আমি ০২ অক্টোবর, ২০১৪, ০৩:৪৫:১৮ দুপুর

মুরতাদ শব্দের শাব্দিক অর্থ হল- বিমুখ হয়েছে বা ফিরে গিয়েছে এমন। এর মূল মর্ম হল ইসলাম ত্যাগ করা বা ইসলামের কোন মৌলিক আকিদা বা বিধানকে মানতে অস্বীকার করা, কিংবা তার প্রতি অনাস্থা প্রকাশ করা অথবা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ের অবমাননা করা, যা অন্তরের ভক্তিশূন্যতা ও শ্রদ্ধাহীনতার আলামত বহন করে।

এককথায় ঈমান বিনষ্টকারী যে কোন কুফরী-শিরকী আকিদা বা বিশ্বাস পোষণ করা, অথবা এ জাতীয় কোনো কথা বা কাজে লিপ্ত হওয়ার নামই হল “মুরতাদ হওয়া”।

নাস্তিক্যবাদ এর ইংরেজী শব্দ atheism .নিরীশ্বরবাদ , নাস্তিক্যবাদ । অর্থ্যাৎ আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করাই হচ্ছে

নাস্তিক্যবাদের ধর্ম। মুরতাদ এবং নাস্তিক্যবাদ এর ধর্ম একটার সাথে আরেকটা ওতপ্রতোভাবে জড়িত ।আজকে মুসলমান নামধারী কুলাঙ্গারেরা যেভাবে ইসলামের উপর আক্রমন করছে আর অন্যকোন ধর্ম এভাবে মুসলমানের ধর্মের উপর আক্রমন করে না ।

বিষয়: বিবিধ

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File