টুডে ব্লগে আমার প্রথম মৌলিক লেখা

লিখেছেন লিখেছেন বিদ্রোহী পণ্ডিত ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০১:৫২ দুপুর

আসসালামু আলাইকুম, আমার প্রথম লেখা তাই সবাইকে সালাম দিয়ে শুরু করছি। মহান আল্লাহ্‌র দরবারে অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিটি মুহূর্ত বাঁচিয়ে রাখার জন্য। অ্যাডমিনদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, ৩টি মৌলিক লেখা দেওয়ার পর নাকি আমাকে প্রথম পৃষ্ঠায় সুযোগ দেবে। তাই প্রথম মৌলিক লেখাটা লিখেই ফেললাম। টুডে ব্লগের সকল লেখক, পাঠক, অ্যাডমিনদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

নিজের সম্পর্কে বলতে গেলে, হাটার সময় রাস্তার ডান দিকে হাটার চেষ্টা করি, ডান দিকের লোকদের ভালবাসি, আশা করি কি বলতে চেয়েছু তা বুঝাতে পেরেছি। প্রথম পোস্টে আর বেশি গভীরে যাব না। সবাই ভাল থাকবেন আর আমার জন্য দুয়া করবেন, ফিআমানিল্লাহ।

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267611
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
মাজহারুল ইসলাম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File