কলম ধরেছি হাতে
লিখেছেন লিখেছেন এস এম মনিরুজ্জামান মিন্টু ২১ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫৫:০৭ সকাল
কলম ধরেছি হাতে;
কি হতে চাই আমি?
নাম করা এক কবি? গীতিকার!
অথবা উপন্যাসিক!
বা খ্যাতিমান এক গল্পকার!
থাক না ওসব।
লেখক হওয়ার মানসে আমি
কি লিখেছি কবে আর?
আমি লিখে চলি দিন-রাত দুর্নিবার এক স্বপ্নের মোহে।
স্বপ্ন আমার সোনার বাংলা;
একতাবদ্ধ বাংলাদেশ!
যেখানে আমরা সবাই মানুষ; অন্য কিছু নয়।
স্বপ্ন আমার সুন্দর এক পৃথিবী!
যেখানে সব মানুষই প্রকৃত মানুষ;
মানুষ নামের প্রাণী নয়।
আমি পরিবর্তন চাই, পরিবর্তন!
মনুষ্যত্ব বিসর্জণ দিয়ে এভাবে আর একটি দিনও নয়!
কলম ধরেছি হাতে;
যেখানে পরাশক্তির হাতে অস্রের ঝনঝনানি;
ড্রোন অথবা পারমানবিক মারনাস্র!
আর আমার হাতে?
মামুলি কলম!
অবাক হওয়ার কিছু নেই।
নজরুল, সুকান্ত আর বঙ্গবন্ধুর দেশে জন্মেছি আমি!
তাদের অসমাপ্ত কাজ হাতছানি দিয়ে ডাকছে আমায়;
সারা যে আমায় দিতেই হবে।
আগামী প্রজন্মের তরে-
একটি বাসযোগ্য পৃথিবীর স্বপ্নে বিভোর আমি!
আমার প্রিয়তম স্বন্তানের মুখচেয়ে-
এ যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে।
লেখনী আমার; রুখে দাঁড়াও।
যুদ্ধ, সন্ত্রাস, দূর্নীতি আর সব ভয়াবহতার বিরুদ্ধে।
মানুষের হাতে হাতে তুমি হও শান্তির হাতিয়ার।
কলম ধরেছি হাতে;
বুদ্ধিজীবি হওয়ার মানসে নয়।
কলম ধরেছি হাতে;
প্রকৃত মানুষ হওয়ার অদম্য বাসনায়।।
বিষয়: বিবিধ
৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন