ডাউনলোড করুন "১৯৭১: ভেতরে বাইরে"র দ্বিতীয় সংস্করণ

লিখেছেন লিখেছেন গেদু মিয়া ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩৭:২৬ রাত



এ কে খন্দকারের সাড়া জাগানো বই "১৯৭১: ভেতরে বাইরে" প্রকাশ হওয়ার পর পরই শেষ হয়ে যায়। প্রকাশের চার দিনের মাথায় বইটির দ্বিতীয় সংস্করণ বের করতে হয়। ইতোমধ্যে অনেকেই বইটা কিনেছেন। তবে যারা দেশের বাইরে আছেন কিংবা ঢাকার বাইরে আছেন তাদের অনেকেই বইটা কিনতে পারেননি। অবশ্য ইন্টারনেটে প্রথম আলো কর্তৃক প্রকাশিত বইটির অংশবিশেষ পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রথম সংস্করণের একটি পূর্ণাঙ্গ পিডিএফ কপিও পাওয়া যাচ্ছে। তবে ওই কপির কোয়ালিটি খারাপ। তারপরও বইটার নতুন কপি আপলোড করা হলো। এই পোস্টে দেওয়া পিডিএফ কপির বিশেষত্ব হলো:

১। এটি বইটার দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণের কিছু ভুল এই সংস্করণে সংশোধন করা হয়েছে।

২। নেটে যেটি ইতোমধ্যে পাওয়া যাচ্ছে, ওইটার চেয়ে এই কপির কোয়ালিটি অনেক ভালো। তাছাড়া ওইটাতে একসাথে ২ পৃষ্ঠা স্ক্যান করা হয়েছে। কিন্তু এখানে প্রতি পৃষ্ঠা আলাদা করে স্ক্যান করা হয়েছে। ফলে পাঠকদের জন্য পড়তে সুবিধা হবে। এমনকি প্রিন্ট করতেও সুবিধা হবে।

ডাউনলোড লিংক: http://www.pdf-archive.com/2014/09/20/1971-vetore-baire/

সরাসরি ডাউনলোড লিংক: http://www.pdf-archive.com/2014/09/20/1971-vetore-baire/1971-vetore-baire.pdf

সাইজ: ২৮ মেগাবাইট

৩।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File