উন্নত সৌদি আরবে বৃষ্টি এবং অনুন্নত ড্রেনেজ সিস্টেম!!
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ২২ নভেম্বর, ২০১৪, ০২:৫৫:৪১ দুপুর
সৌদি আরব উন্নত দেশগুলোর একটি। মরুভূমির দেশ। সারা বছর বৃষ্টি হয় না বললেই চলে। মাঝে মধ্যে দুএকদিন বৃষ্টি হয়। বৃষ্টি হলে সৌদিরা খুব আনন্দ করে। আল্লাহর রহমাতের ধারা দেখে শোকরিয়া করে।
কিন্তু মুসিবত অন্যখানে। এদেশে ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। বৃষ্টি হলে সারা রাস্তায় পানি আটকে যায়। জনদূর্ভোগ তখন চরমে উঠে। বৃষ্টির পানি সরাতে এখানে ট্রাক-লড়ি ব্যবহার করা হয়। সারা শহরের পানি পাম্প দিয়ে তুলে ট্রাকের ট্যাংকে করে অনত্র ফেলা হয়। এ এক আজব কান্ড। একটু একটু করে এরকম কত আর পানি সরানো যায়।
আরো মজার তথ্য হলো- সারা শহরের বাসা-বাড়ির ব্যবহৃত পানি সরানোর কোনো কায়দা নেই এই দেশে। বাথরুমের পানি রিজার্ভ ট্যাংকে জমা হয়। এইসব ব্যবহৃত পানি ট্রাকের ট্যাংকে পাম্প দিয়ে তুলে অন্যত্র সরানো হয়।
এই হলো উন্নত দেশের পানি সরানোর সিস্টেম! অন্তত জেদ্দা শহরে আমরা এই দৃশ্যই দেখছি।
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন