সৌদি নারীদের আকর্ষণীয় চোখ ঢাকা এবং ড্রাইভিং করার অনুমতিদানের সুপারিশ
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ০৮ নভেম্বর, ২০১৪, ০১:২৬:৩৮ দুপুর
দুটি খবর:
১.
চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়া নতুন সৌদি আইনেদেশের কোনো নারীর আকর্ষণীয় চোখ থাকলে এখন থেকে তাঁকে তা ঢেকে রাখতে হবে। অর্থাত্ আকর্ষণীয় চোখ থাকলেই সেই নারীদের পুরো মুখ সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। নতুন এই আইনের কারণ, নারীদের আকর্ষণীয় চোখ পুরুষদের বিপদে চালনা করছে, যার প্রভাব পড়ছে সমাজে।
Click this link
-----------------------------------
২.
সৌদি আরবের বাদশাহর নিয়োজিত শুরা কাউন্সিল বা উপদেষ্টা পরিষদ প্রথম বারের মত নারীদের গাড়ি চালানোর উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সুপারিশ করেছে।
তবে এজন্য বেশ কয়েকটি শর্তারোপ করা হয়েছে। যেমন- ত্রিশ বছরের কম বয়সী নারীরা গাড়ি চালাতে পারবেন না, রাত আটটার পর গাড়ি চালানো যাবে না এবং গাড়ি চালানোর সময় কোনো মেকআপ ব্যবহার করা যাবে না।
শুরা কাউন্সিলের একজন সদস্য শুক্রবার একথা জানিয়েছেন।
শুরা কাউন্সিলের সুপারিশ যদিও সরকারের জন্য বাধ্যতামূলক নয়, তবে এটাকে একটা বড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে সৌদি আরবের অনেক নারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘোষণা দিয়েই গাড়ি চালিয়েছেন।
Click this link
---------------------------------
বোদ্ধামহলের মতে, সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দিলে সৌদি সমাজে এর বিরূপ প্রভাব পড়তে পারে। যিনা ব্যাভিচারের সংখ্যা খুব দ্রুত বেড়ে যেতে পারে।
কেউ কেউ মনে করেন চোখের সৌন্দর্য্যের ব্যাপারে কড়াকড়ি আরোপের ফলে এটাকে অনেকেই মানতে চাইবে না। সারাবিশ্বে এ নিয়ে বদনামিও হতে পারে।
অনেকে মনে করেন, নারীদের ড্রাইভিং করতে দেওয়া বেশ ক্ষতি করবে। সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। চেহারা ঢাকার কড়াকড়ি আরোপ না করে বরং ড্রাইভিং করতে না দেয়াই উত্তম হবে......
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানতাবিরোধী আইনে শাসকদের বিচার করতে বিশেষ আদালত বানাতে শাহবাগে গনজমায়েতের ডাক দিতে হবে!!!
আমি শুনেছি সৌদি কিছু কিছু নারী যেনা ব্যাভিচার সবচেয়ে বেশী করে।
মন্তব্য করতে লগইন করুন