নাস্তিকরা বেয়াদবই হয়
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ১৩ অক্টোবর, ২০১৪, ০২:১২:০৮ দুপুর
নাস্তিকরা বেয়াদবই হয়। সভ্যতা-ভব্যতা, শ্রদ্ধা-ভক্তি, মানবতাবোধ এদের ডিকশনারিতে নেই। যারা এতদিন নাস্তিকদের এইসব বৈশিষ্ট্যগুলো জানতেন না তারা ড. আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য ও কর্মগুলো পর্যবেক্ষণ করতে পারেন।
আদ-সামূদ, ফেরআউন, অবাধ্য বনি ইসরাইলরা, নমরুদ, তসলিমা নাসরিন, সালমান রুশদীসহ তাবৎ নাস্তিককূল বেয়াদব ছিলেন। আল্লাহ, রাসূল, ধর্মকে কটাক্ষ করে এরা শান্তি পায়। তবে এসমস্ত বেয়াদবদের আল্লাহ ক্ষমা করেন না। ইতিহাস তার স্বাক্ষি বহন করছে.........
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন