নতুন হাজীদের উদ্দেশ্যে

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ১২ অক্টোবর, ২০১৪, ১০:৪৫:৪৯ সকাল

অনেকেই এ বছর হজ্জ করেছেন। আল্লাহ তায়ালা আপনাদের হজ্জকে কবুল করুন।

হজ্জ থেকে দেশে ফিরে হজ্জের মহান পাওয়াগুলো যাতে না হারিয়ে যায় সে চেষ্টা করুন।

- নিয়মিত জামাতের সাথে পাচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করুন।

- কোনো ধরনের অন্যায় জুলুমের সাথে নিজেকে যুক্ত করবেন না।

- সদা সর্বদা সত্য পথে থাকার চেষ্টা করুন।

- আরাফার ময়দানে যেভাবে আল্লাহর কাছে স্বাক্ষ্য দিয়ে এসেছেন 'লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক' সেভাবে আজীবন শিরকমুক্ত ইবাদত করার চেষ্টা করুন।

- হজ্জ কেন্দ্রিক যে সমস্ত বিদয়াত শিরক আপনার এলাকায় প্রচলিত আছে তা থেকে শত মাইল দূরত্বে থাকুন।

- হজ্জের পর আপনি ছোট মাসুম বাচ্চার মত আবারও নব জীবন লাভ করেছেন এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে আজীবন নিষ্পাপ থাকার চেষ্টা করুন।

- নামের আগে আলহাজ্ব বা হাজী লাগানো থেকে বিরত থাকুন।

-আল্লাহ আমাদের সহায় হোন।

বিষয়: বিবিধ

৮৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273430
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৫
নাসরিন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
273575
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হজ্জ এর প্রকৃত উদ্দেশ্য বুঝতে সত্যিই আমরা ভুল করি।
ভালো লাগলো অনেক ধন্যবাদ।
273799
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৩
ArRad লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File