স্বাধীনতার ৪৪ বছর পরও কেন এত বিতর্ক???

লিখেছেন লিখেছেন মাহমুদ৭৬ ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২০:৪৭ রাত

আমাদের এই প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে ৪৪ বছর হতে চলল অথচ কি দৃভাগ্যই না আমাদের-এখনও অনেক বিষয়ের মীমাংসা হয়নি, যে যার মতো বলে চলছে স্বাধীনতার ইতিহাস। আমরা কাউকে কাউকে স্বাধীনতা বিরোধী বলি, মানবতাবিরোধী বলি, যুদ্ধাপরাধী বলি-অথচ এই বিতর্কগুলির জন্য কি এরা দায়ী না কি যারা স্বাধীনতার একমাত্র দাবীদার তারা দায়ী। এখনও কেন আমাদের কে শুনতে হয় ভুয়া মুক্তিযোদ্ধার কথা, মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির কথা। কতজন বাঙ্গালি মুক্তিযুদ্ধে জীবন দিল তা কেন আজও মীমাংসা হল না-যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল তাদের নাম ঠিকানা সহ আসল সংখ্যা প্রকাশ করা কি খুবই কঠিন ছিল। আমরা কত দুর্ভাগা জাতি-৭১ এর ডিসেম্বরেই নাকি মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে কোথাও কোথাও বিক্রি হয়েছিল, যার জন্য আজও অনেকে আফসোস করেন-কেন তিনি সেসময় কেনেন নি মুক্তিযোদ্ধা সনদ!! অথচ এটা কি হওয়ার কথা ছিল-মুক্তিযোদ্ধা সনদ এটা কেন বিক্রি হবে আবার বর্তমানে এটা কেনই বা জাল হবে??স্বাধীনাতার ঘোষণা কে দিয়েছেন তা নিয়েই বা কেন আজও হবে বিতর্ক??? আরও কত যে বিতর্ক!!!!

বিষয়: বিবিধ

৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File